হোম > খেলা > ফুটবল

বৃষ্টি উপেক্ষা করে টিকিটের দাবিতে রাতভর বাফুফেতে সমর্থকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃষ্টি উপেক্ষা করে গভীর রাতে বাফুফে ভবনের সামনে অবস্থানরত আল্ট্রাসের সদস্যরা। ছবি: সংগৃহীত

বিকেল গড়িয়ে সন্ধ্যা, এরপর রাত। বৃষ্টি উপেক্ষা করেও টিকিটের দাবিতে বাফুফে ভবনের সামনে অবস্থান করছে দেশের অন্যতম বড় সমর্থকগোষ্ঠী বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। দাবি আদায় না হওয়ার আগপর্যন্ত অটল থাকছে তারা।

বাফুফে ভবনের মূল ফটকে বিকেলেই হাজির হন আল্ট্রাসের ১৮-২০ জন সদস্য। তাঁদের কারও কারও হাতে প্ল্যাকার্ডে লেখা—‘টিকিট চাই বাফুফে’, ‘টিকিট কোথায়’, ‘নো আলট্রাস, নো ফুটবল।’

প্রায় মাসখানেক আগে টিকিট কেনার জন্য বাফুফেকে চিঠি পাঠালেও কোনো নিশ্চয়তা পায়নি আল্ট্রাস। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচ ঘিরে তাদের চাওয়া ছিল ৩ হাজার টিকিট। কিন্তু বাফুফে ১০০ টিকিট দিতে সম্মত হতো। তবে গতকাল বাফুফের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছে আল্ট্রাস। তবে দাবি পুরোপুরি আদায় না হওয়ার আগপর্যন্ত বাফুফে ভবন ছাড়তে রাজি নয় তারা। আল্ট্রাসের সদস্য ইয়াসিন মোল্লা বলেন, ‘বাফুফে থেকে আমাদের ম্যাচ নিবন্ধনের তালিকা চাওয়া হয়েছে। আমরা সেটি দিয়েছি। তারা আমাদের ইতিবাচক থাকার বার্তা দিয়েছে। কিন্তু সেই ইতিবাচক বার্তা এর আগেও আমরা পেয়েছি, নিশ্চয়তা পাইনি। আমরা নিশ্চয়তা না পাওয়া ছাড়া নড়ব না।’

সাধারণ দর্শকদের জন্য অনলাইনে ১৮ হাজার টিকিট ছেড়েছিল বাফুফে। কিন্তু আল্ট্রাস বাফুফে থেকে আলাদাভাবে টিকিট চেয়েছিল। সে জন্য অনলাইনে কেনার চেষ্টা করেনি তারা। সেভ বাংলাদেশ ফুটবলসহ আরও কয়েকটি সমর্থক গ্রুপও টিকিটের জন্য হাহাকার করছে।

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে