হোম > খেলা > ফুটবল

রুদ্ধশ্বাস লড়াইয়ের পরও কোয়ার্টার ফাইনালে উঠতে পারল না মিসর

মূল ম্যাচ গড়িয়ে অতিরিক্ত সময়—১২০ মিনিটের লড়াইয়ের পরও গতকাল ফল আসেনি আফ্রিকা নেশনস কাপের শেষ ষোলোর মিসর ও ডিআর কঙ্গো ম্যাচের। এরপর পেনাল্টি শ্যুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াইয়ে হার মানতে হয়েছে মিসরকে। 

সান পেদ্রো স্টেডিয়ামে প্রথমে এগিয়ে যায় কঙ্গো। ৩৭ মিনিটে গোল করেন কঙ্গোর স্ট্রাইকার মেশচাক এলিয়া। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরান মিসরীয় স্ট্রাইকার মোস্তফা মোহামেদ। প্রথমার্ধ ১-১ গোলে সমতায় হওয়ার পর মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে কোনো দলই গোল করতে পারছিল না। এই ম্যাচে ৫৮ শতাংশ বল দখলে রেখে মিসর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করেছে ৩ টি। অন্যদিকে ৪২ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর কঙ্গোর শট ১ টি। 

৯০ মিনিটের পর অতিরিক্ত সময় খেলা গড়ায়। এ সময় মিসর হয়ে যায় ১০ জনের দল। ৯৭ মিনিটে লাল কার্ড দেখেন মিসরের ডিফেন্ডার মোহামেদ হামদি শারাফ। তখনও ফল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সব রোমাঞ্চ যেন জমা ছিল টাইব্রেকারের জন্যই। প্রথমবারের শটে মিসর-ডিআর কঙ্গো দুটো দলই লক্ষ্যভেদ করে। মিসরের গোলটি করেন মোহামেদ আবদেলমোনেম। আর কঙ্গোর গোলটি করেন স্যামুয়েল মুতুসামি। তবে দ্বিতীয়বার কোনো দলই গোল করতে পারেনি। এভাবে এক সময় টাইব্রেকারে ম্যাচের ফল হয়ে যায় ৭-৭। সেসময় দুই দলের গোলরক্ষক শট নেন টাইব্রেকারে। মিসরের গোলরক্ষক মোহামেদ আবু গাবাল ব্যর্থ হয়েছেন। অন্যদিকে ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি ঠিকঠাক লক্ষ্যভেদ করেছেন। টাইব্রেকারে ৮-৭ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় কঙ্গো। 

অন্যদিকে এমবিপে অলিম্পিক স্টেডিয়ামে শেষ ষোলোর আরেক ম্যাচে মুখোমুখি হয় ইকুয়েটরিয়াল গিনি ও গিনি। মোহামেদ বায়োর অতিরিক্ত সময়ের গোলে ১-০ গোলে জেতে গিনি। কোয়ার্টার ফাইনালে ২ ফেব্রুয়ারি ডিআর কঙ্গোর মুখোমুখি হবে গিনি। একই দিন অপর কোয়ার্টার ফাইনালে নাইজেরিয়ার প্রতিপক্ষ অ্যাঙ্গোলা।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর