হোম > খেলা > ফুটবল

শাস্তি পেতে পারেন আর্জেন্টিনার মার্তিনেজ

কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই নানা ইস্যুতে আলোচনায় রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। জয়ের পর বাঁধনহারা উদযাপনে মেতেছিলেন তিনি। ফিফার পক্ষ থেকে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।

আর্জেন্টিনা-ফ্রান্স গত বছরের ১৮ ডিসেম্বর লুসাইলের ফাইনালে মুখোমুখি হয়। ধ্রুপদি ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। গোল্ডেন গ্লাভসের পুরস্কার জিতেছিলেন টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার গোলপোস্ট সামলানো মার্তিনেজ। গোল্ডেন গ্লাভস পুরস্কার জয়ের পর বিতর্কিত উদযাপন করেন আর্জেন্টাইন এই গোলরক্ষক, যা নিয়ে এখনো আলোচনা চলছে। 

শুধু মার্তিনেজই নন, ৩৬ বছর পর শিরোপা জয়ের আনন্দে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছিল পুরো আর্জেন্টিনা দল। কদিন আগে ফাইনাল নিয়ে তদন্ত করা শুরু করেছে ফিফা। তাতে আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এক বিবৃতিতে ফুটবলের অভিভাবক সংস্থা জানিয়েছে, ‘আর্জেন্টিনা নীতিমালার ১১ ও ১২ নম্বর ধারা ভেঙেছে। ১১ নম্বর ধারা অনুযায়ী আক্রমণাত্মক আচরণ ও ফেয়ারপ্লের নীতিমালা লঙ্ঘন এবং ১২ নম্বর আইন অনুযায়ী খেলোয়াড় ও অফিশিয়ালদের বাজে আচরণের অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে ৪৪ ধারা অনুযায়ী ২০২২ বিশ্বকাপের নিয়মনীতি না মেনে চলারও অভিযোগ উঠেছে আকাশি-নীলদের বিরুদ্ধে।’ কি শাস্তি দেওয়া হবে তা জানানো হয়নি। এমনকি আর্জেন্টিনা, মার্তিনেজ কেউই শাস্তি পাননি। 

 শুধু এই গোল্ডেন গ্লাভসের পুরস্কারই নয়, ড্রেসিংরুমে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে ট্রল করেছিলেন মার্তিনেজ। এরপর বুয়েনস এইরেসে ছাদখোলা গাড়িতে এমবাপ্পের ‘পুতুল’ নিয়ে উদযাপন করছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক। মার্তিনেজের এই আচরণকে বাড়াবাড়ি বলছেন ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএফএফ) তৎকালীন সভাপতি নোয়েল লে গ্রায়েত। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ দায়ের করে গ্রায়েত বলেছিলেন, ‘আমার কাছে এই আচরণ অস্বাভাবিক মনে হয়েছে। আমি বুঝতেই পারছি না। এটা খুবই বাড়াবাড়ি হয়েছে। এমবাপ্পের অভিযোগ সঠিক।’ 

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে