ক্লাব ফুটবলে ৫০০, ৬০০ ম্যাচ জয়ের রেকর্ড অনেক ফুটবলারের আছে। আর সেঞ্চুরির রেকর্ড তো অহরহ ফুটবলারের আছে। কিন্তু জয়ের হিসাবটা যদি দেশের হয়ে করা হয়, তাহলে তালিকাটা অনেক সংক্ষিপ্ত হবে। আন্তর্জাতিক ম্যাচে জয়ের ‘সেঞ্চুরি’ গড়েছেন এমন ফুটবলার পাওয়া যাবে হাতে গোনা কয়েক জন। সব মিলিয়ে দেশের হয়ে ছয়জন ফুটবলার শততম জয় পেয়েছেন।
‘সেঞ্চুরি’র তালিকায় সর্বশেষ নামটি হচ্ছে লিওনেল মেসির। গতকাল জ্যামাইকার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটি ছিল তাঁর ক্যারিয়ারের শততম জয়। জোড়া গোল করে রেকর্ডের ম্যাচটিকে স্মরণীয় করে রেখেছেন আর্জেন্টাইন তারকা। দেশের হয়ে ১৬৪ ম্যাচ খেলে জয়ের সেঞ্চুরি করেছেন তিনি। মেসির আগে এমন কীর্তি আরও পাঁচজন ফুটবলার গড়েছেন।
জাতীয় দলের হয়ে ‘সেঞ্চুরি’র কীর্তি গড়া ছয়জন ফুটবলারের মধ্যে ইতিমধ্যে তিনজন অবসর নিয়েছেন। তাই ক্যাসিয়াস, গুয়ারদাদো ও জাভিদের আর সুযোগ থাকছে না নিজের কীর্তি বাড়িয়ে নেওয়ার। তবে এখনো দেশের হয়ে খেলে যাওয়া রামোস, রোনালদো ও মেসির কাছে সুযোগ থাকছে নিজেদের জয়ের রেকর্ডকে আরও বাড়িয়ে কিংবা অন্যদের থেকে এগিয়ে যাওয়ার।
ফুটবল খেলার খবর আরও পড়ুন: