হোম > খেলা > ফুটবল

মেসির মতো জয়ের ‘সেঞ্চুরি’ আছে আরও যাঁদের

ক্লাব ফুটবলে ৫০০, ৬০০ ম্যাচ জয়ের রেকর্ড অনেক ফুটবলারের আছে। আর সেঞ্চুরির রেকর্ড তো অহরহ ফুটবলারের আছে। কিন্তু জয়ের হিসাবটা যদি দেশের হয়ে করা হয়, তাহলে তালিকাটা অনেক সংক্ষিপ্ত হবে। আন্তর্জাতিক ম্যাচে জয়ের ‘সেঞ্চুরি’ গড়েছেন এমন ফুটবলার পাওয়া যাবে হাতে গোনা কয়েক জন। সব মিলিয়ে দেশের হয়ে ছয়জন ফুটবলার শততম জয় পেয়েছেন।

‘সেঞ্চুরি’র তালিকায় সর্বশেষ নামটি হচ্ছে লিওনেল মেসির। গতকাল জ্যামাইকার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটি ছিল তাঁর ক্যারিয়ারের শততম জয়। জোড়া গোল করে রেকর্ডের ম্যাচটিকে স্মরণীয় করে রেখেছেন আর্জেন্টাইন তারকা। দেশের হয়ে ১৬৪ ম্যাচ খেলে জয়ের সেঞ্চুরি করেছেন তিনি। মেসির আগে এমন কীর্তি আরও পাঁচজন ফুটবলার গড়েছেন।

জয়ের হিসাবে সবার ওপরে আছেন সার্জিও রামোস। ১৮০ ম্যাচে ১৩১ জয় নিয়ে শীর্ষে আছেন স্পেনের সাবেক এই অধিনায়ক। দ্বিতীয় স্থানে আছেন তাঁরই স্বদেশি ইকার ক্যাসিয়াস। স্পেনের সাবেক এই গোলকিপার ম্যাচ খেলেছেন ১৬৭টি। এর মধ্যে ১২১ ম্যাচে জয় পেয়েছেন রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি। তালিকার ৩ নম্বরে আছেন বর্তমান যুগের অন্যতম ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ১১৩ ম্যাচে জয় পেয়েছেন ১৯১ ম্যাচে অংশগ্রহণ করে। আন্দ্রেস গুয়ারদাদো আছেন ৪ নম্বরে। মেক্সিকোর সাবেক এই মিডফিল্ডার ১৭৯ ম্যাচের বিপরীতে জয় পেয়েছেন ১০২টিতে। আর মেসির সঙ্গে যৌথভাবে পাঁচে আছেন তাঁর সাবেক ক্লাব বার্সেলোনা সতীর্থ জাভি হার্নান্দেজ। ১৩৩ ম্যাচে ১০০ জয় পেয়েছেন স্পেনের সাবেক এই মিডফিল্ডার।

জাতীয় দলের হয়ে ‘সেঞ্চুরি’র কীর্তি গড়া ছয়জন ফুটবলারের মধ্যে ইতিমধ্যে তিনজন অবসর নিয়েছেন। তাই ক্যাসিয়াস, গুয়ারদাদো ও জাভিদের আর সুযোগ থাকছে না নিজের কীর্তি বাড়িয়ে নেওয়ার। তবে এখনো দেশের হয়ে খেলে যাওয়া রামোস, রোনালদো ও মেসির কাছে সুযোগ থাকছে নিজেদের জয়ের রেকর্ডকে আরও বাড়িয়ে কিংবা অন্যদের থেকে এগিয়ে যাওয়ার।

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার

তোপের মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা