হোম > খেলা > ফুটবল

 ‘মোরাতা, তুমি এত খারাপ’

ঢাকা: পুরো ম্যাচে ৬৬ শতাংশ বলের দখল রেখেও পর্তুগালের বিপক্ষে ম্যাচ ড্র করেছে স্পেন। ম্যাচে কমপক্ষে তিনটি সুযোগ কাজে লাগাতে পারেননি স্ট্রাইকার আলভারো মোরাতা। গ্যালারি থেকে তাই থেমে থেমে ভেসে এসেছে, ‘মোরাতা, তুমি এত খারাপ!’

করোনা বিরতির পর প্রথমবার দর্শক ফিরেছে স্পেনে। কাল আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় ১৫০০০ দর্শকের উপস্থিতিতে ইউরোর প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল স্পেন-পর্তুগাল। তবে দর্শক ফেরাটা খুব একটা সুখকর হয়নি দুই দলের জন্য! ম্যাচ চলার সময় দর্শকের ‘দুয়ো’ শুনতে হয়েছে স্পেনের ঘরের ছেলে মোরাতাকে। দর্শকের ‘দুয়ো’ থেকে রক্ষা পাননি ক্রিস্টিয়ানো রোনালদোও।

ম্যাচের আগেও দলের সঙ্গে রোনালদো যখন অনুশীলন করছিলেন, তখনো সমর্থকদের রোষের শিকার হয়েছেন পর্তুগিজ তারকা। তবে দর্শকের ‘দুয়ো’ সবচেয়ে বেশি গেছে স্পেন স্ট্রাইকার মোরাতার ওপর দিয়ে। ম্যাচের ৫০তম মিনিটে স্পেনের হয়ে প্রথম সুযোগ পান মোরাতা। গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে হতাশ করেন জুভেন্টাস স্ট্রাইকার। এর ৪ মিনিট পর ডি–বক্সের ভেতর থেকে নেওয়া শটটিও লক্ষ্যভ্রষ্ট।

গোলশূন্য ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আবারও গোলবার খুঁজে পেতে ব্যর্থ মোরাতা। বল ক্রসবারে লেগে ফিরে আসে। বারবার ব্যর্থ মোরাতার দিকে দুয়ো ছুড়ে দেন সমর্থকেরা। ম্যাচ শেষে অবশ্য কোচ লুইস এনরিকের সমর্থন পেয়েছেন, ‘এটা খুবই দুঃখজনক যে দর্শকেরা খেলোয়াড়দের লক্ষ্য করেছে। সে (মোরাতা) এটা নিয়ে খুব হতাশ হয়েছে। সে চেষ্টা করেছে, কিন্তু আজ ভাগ্য তার সহায় ছিল না। না হলে বলটা ওভাবে ক্রসবারে লেগে ফেরত আসে না।’

ম্যাচ শেষে ক্ষোভও ঝরেছে এনরিকের কণ্ঠে, আমরা সবাই মাঠে দর্শক ফেরার অপেক্ষায় ছিলাম। তবে ম্যাচের যা হয়েছে সেটা অপ্রত্যাশিত। জাতীয় দল যখন ইউরোর জন্য প্রস্তুত হচ্ছে, তখন আপনি (দর্শকেরা) এসব করছেন?

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ