হোম > খেলা > ফুটবল

এ কী হাল নেইমারের

দীর্ঘ চার মাস পর আল হিলালে ফিরেছেন নেইমার। দুই দিন আগে ব্রাজিলিয়ান তারকা সৌদি আরবে ফেরায় তাঁকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন ক্লাব কর্মকর্তারা। তবে ক্লাব কর্মকর্তারা হাসিমুখে নেইমারকে বরণ করে নিলেও তাঁর ফিটনেস নিয়ে খুশি নন সমর্থকেরা। 

তাই তো ফুটবলকে দেওয়ার মতো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এখনও অনেক কিছু বাকি থাকলেও নেইমারকে অবসর নেওয়ার আহ্বান জানিয়েছেন সমর্থকেরা। ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের বর্তমান ফিটনেস নিয়েই এমন মন্তব্য করছেন সমর্থকেরা। গত অক্টোবরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলার সময় বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় তাঁর। পরে অস্ত্রোপচারের পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। 

এখনও সেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন নেইমার। পুরোপুরি সুস্থ হতেই সৌদি আরবের ক্লাবের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। অনুশীলন করার সময় দেখা যায় তাঁর শরীরের ওজন অসম্ভব রকমের বেড়ে গেছে। সঙ্গে ভুঁড়িও। অথচ, ক্যারিয়ারের শুরুর দিকে কী লিকলিকে চেহারা ছিল তাঁর। অনুশীলনের সেই ভুঁড়িওয়ালা ছবি দিয়েই তাঁকে এখন বিদ্রূপ করা শুরু করেছেন সমর্থকেরা। 

নেইমারকে অবসর নিয়ে ঘোড় দৌড়ে মনোযোগ দিতে জানিয়েছেন রিচি টিএম নামের নেটিজেন। তিনি লিখেছেন, ‘নেইমারের উচিত হবে ফুটবল থেকে অবসর নিয়ে ঘোড় দৌড়ে মনোযোগ দেওয়া।’ জনপ্রিয় খেলা বাস্কেটবলকে নিয়ে মিমস করা এনবিএ মিমস লিখেছে, ‘নেইমার এখন জেমস হার্ডেনের ডায়েটে আছে।’ লস অ্যাঞ্জেলেস ক্লিপারসের দীর্ঘদেহী খেলোয়াড় হার্ডেন। 

আঙ্কেলকিজ নামে এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন,‘নেইমারকে বনবিড়ালের মতো দেখাচ্ছে।’ আইকনিক ব্ল্যাঙ্কো নামে এক টুইটার ব্যবহারকারীর পোস্টে দেখে এমন মন্তব্য করেছেন আঙ্কেলকিজ। যেখানে ৩৬ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো এবং ৩২ বছর বয়সী নেইমারের পাশাপাশি ছবি শেয়ার করা হয়েছে। এসজেও পুট নামের আরেক নেটিজেন লিখেছে, ‘ব্রাজিলিয়ান কিংবদন্তিদের সঙ্গে কী হচ্ছে?’ পাশাপাশি নেইমার এবং ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড রোনালদো নাজারিও ছবি শেয়ার করেছেন তিনি।

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক