হোম > খেলা > ফুটবল

‘আমাকে ধরতে তোমার আরেকটা শূন্য প্রয়োজন’

পজিশনের দিক থেকে বরাবরই সার্জিও রামোসের সামনে থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো। অবশ্য শুধু পজিশন নয়, গোল, রেকর্ড, ম্যাচ সব দিক থেকেই সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থর থেকে এগিয়ে থাকেন পর্তুগিজ তারকা।

ফুটবল মাঠের বাইরেও রামোসের থেকে অনেক জায়গায় এগিয়ে রোনালদো। তেমনি এক জায়গা হচ্ছে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম। যেখানে পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর অনুসারীর সংখ্যা ৬০০ মিলিয়ন। সেদিক থেকে ঢের পেছনে রামোস। গতকাল মাত্র ৬০ মিলিয়ন অনুসারীর সংখ্যা স্পর্শ করেছেন তিনি। সাবেক ক্লাব সতীর্থর থেকে ১০ গুণ পেছনে থাকলেও ভক্ত ও সমর্থকদের সঙ্গে মাইলফলকের অনুভূতি শেয়ার করতে ভোলেননি স্পেনের সাবেক অধিনায়ক।

গতকাল তাই মাইলফলক উদ্যাপনের একটি পোস্ট দেন রামোস। ২০ জোড়া বুটে স্বাক্ষর করার মুহূর্তের সঙ্গে ৬০ মিলিয়ন অনুসারীর এক ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘২০১৪ সালে শুরু করেছিলাম, যদিও অসম্ভব বলে মনে হচ্ছিল। তবে এখন আমরা ৬০ মিলিয়নে।’

রামোসের শেয়ার করা এই পোস্টেই মজার এক মন্তব্য করেছেন রোনালদো। পর্তুগালের অধিনায়ক লিখেছেন, ‘আমাকে ধরতে তোমার আরেকটা শূন্য (০) প্রয়োজন।’ সঙ্গে হাসির একটি ইমোজিও জুড়ে দেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলের মালিক। 

রোনালদো যেন রামোসকে মনে করিয়ে দিলেন এখানেও তোমার থেকে এগিয়ে। রিয়াল মাদ্রিদের হয়ে একসঙ্গে ৯ বছর মাঠ মাতিয়েছেন দুজনে। ম্যাচ খেলেছেন ৩৩৯। দীর্ঘ সম্পর্কের কারণেই যে রোনালদো দুষ্টুমিটা করেছেন তা না বললেও চলে। এ সময় ৪ চ্যাম্পিয়নস লিগের সঙ্গে দুটি লা লিগা জিতেছেন তাঁরা। 

ইউরোপ অধ্যায় শেষে রোনালদো এখন সৌদি ফুটবলে মুগ্ধতা ছড়াচ্ছেন। গত মৌসুম কোনো শিরোপা জিততে না পারলেও এবার আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ দিয়ে ২০২৩–২৪ মৌসুম শুরু করেছেন ৩৮ বছর বয়সী তারকা। তবে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্টে আছেন রামোস। সিরি আ ও সৌদি প্রো লিগের বেশ কটি ক্লাব থেকে প্রস্তাব পেলেও কোনো দলের সঙ্গেই যুক্ত হননি ৩৭ বছর বয়সী ডিফেন্ডার।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ

১৪ মাসেই আমোরিমকে ছাঁটাই করল ইউনাইটেড

​মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

মেয়েদের লিগে মারামারি-লাল কার্ডের ম্যাচে ২৩ গোল

চলে গেলেন বাংলাদেশের সাবেক ফুটবলার নীরা