হোম > খেলা > ফুটবল

এবারের ব্যালন ডি’অর মেসি জিতবেন, বলছেন লেভা

বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘুচিয়েছেন লিওনেল মেসি। এখন শুধু নামের পাশে ট্রফির সংখ্যাগুলোকে বাড়িয়ে নেওয়ার পালা। সেই সুযোগ যে তিনি শিগগিরই পাচ্ছেন এমনটিই জানিয়েছেন রবার্ট লেভানডফস্কি। পোল্যান্ড স্ট্রাইকারের মতে, ব্যালন ডি’অর ২০২৩ আর্জেন্টিনা অধিনায়ক পাবেন।

বিশ্বকাপ বিরতির পর আবারও মৌসুম শুরুর আগে এমনটিই জানিয়েছেন লেভানডফস্কি। মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার আরেকজন ফুটবলার আছেন বলে তিনি জানিয়েছেন। ফুটবলারটি হচ্ছেন তাঁরই ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। বার্সেলোনা স্ট্রাইকার বলেছেন,‘হয়তো আরেকজন ফুটবলার থাকবেন এবং সেও একই ক্লাবে (পিএসজি) খেলে। তবে বিশ্বকাপই নিষ্পত্তি করেছে যে এবারের মৌসুমে কে জিতবে। সে এখন নিশ্চিতভাবে শীর্ষে আছে। সে যা অর্জন করেছে যার অর্থ সবকিছুই তার পক্ষে। সে এখন এটি উপভোগ করতে পারে।

যদিও এখন পর্যন্ত ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাই প্রকাশ করেনি ফ্রান্স ফুটবল ও লেকিপ। তার আগেই মেসির হাতে ট্রফি দেখছেন লেভানডফস্কি। অথচ গত বারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকাতেই ছিল না খুদে জাদুকরের নাম। ২০০৫ সালের পর প্রথমবারের মতো তালিকার বাইরে ছিলেন তিনি।

ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বোচ্চ সাতবার জিতেছেন মেসি। পুরস্কারটি এতবার জিতে আগেই অন্যদের ছাড়িয়ে গিয়েছেন তিনি। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী ছিলেন পাঁচবারের জয়ী পর্তুগালের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। এবার জিতলে সংখ্যাটা আট হবে। ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সও তাঁর পক্ষেই আছে। লেভার কথার সুরেই বলা যায়, পিএসজি তারকার এখন অপেক্ষা শুধু ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারটি হাত পাওয়ার।

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে