হোম > খেলা > ফুটবল

বার্সার ‘পুরোনো ঐতিহ্য’ ফিরিয়ে আনতে চান জাভি

খেলোয়াড় হিসেবে বার্সেলোনার হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন জাভি হার্নান্দেজ। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ-সম্ভাব্য সব শিরোপাই রয়েছে জাভির ক্যাভিনেটে। কোচ হিসেবেও বার্সাকে এরই মধ্যে জিতিয়েছেন শিরোপা। চ্যাম্পিয়নস লিগেও সেই ফর্ম টেনে আনতে চান জাভি। 

২০২১ এর নভেম্বরে বার্সেলোনার কোচ হয়ে এসেছেন জাভি। তিনি আসার আগেই সেই মৌসুমে বার্সা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে। তার আগের মৌসুমে (২০২০-২১) বার্সা জিততে পারেনি লা লিগাও। হতশ্রী বার্সাকে পুরোনো ফর্মে ধীরে ধীরে ফিরিয়ে আনতে থাকেন জাভি। ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বার্সা বাদ পড়েছে ঠিকই। তবে সেই মৌসুমে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ-এই দুটো শিরোপা জিতেছে কাতালানরা। তাতে চার বছর পর লা লিগা জয়ের গৌরব অর্জন করে বার্সা। 

গত মৌসুমের ধারাবাহিক পারফরম্যান্সের ছন্দে এবারও চলছে বার্সেলোনা। ২০২৩-২৪ মৌসুমের লা লিগায় ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। আজ শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান জাভি। ‘এইচ’ গ্রুপে বার্সার প্রতিপক্ষ রয়্যাল অ্যান্টওয়ার্প, শাখতার দোনেৎস্ক ও পোর্তো। আর ন্যু ক্যাম্পে আজ রয়্যাল অ্যান্টওয়ার্পের বিপক্ষে খেলবে বার্সা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘চ্যাম্পিয়নস লিগে জ্বলে ওঠার সময় এখন। আমরা ঘরের মাঠে ভক্ত-সমর্থকদের সামনে শুরু করছি। দারুণ ছন্দে আছি। গ্রুপের শীর্ষে থেকে শেষ করার লক্ষ্য আমাদের। এটা কাজেই করতে হবে। মুখে বললে হবে না। গত মৌসুমে আমরা ভালো খেলেও ফল পাইনি। এই বছর ভালো খেলে ফল পেতে হবে।’ 

২০০৬ থেকে ২০১৫-এই দশ বছরে বার্সেলোনা চারবার জিতেছে চ্যাম্পিয়নস লিগ। লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তাদের নিয়ে গড়া বার্সার ক্যাবিনেটে সেসময় একের পর এক শিরোপা যোগ হতে থাকে। বার্সার সেই ‘স্বর্ণযুগের’ দলে থাকা জাভি পুরোনো স্মৃতি রোমন্থন করেছেন। একারণেই স্প্যানিশ দলটির ওপর ভক্ত-সমর্থকদের অনেক প্রত্যাশা রয়েছে বলে মনে করছেন জাভি, ‘আমাদের ওপর অনেক প্রত্যাশা রয়েছে। কারণ এটা বার্সা। এটা আসলে আমরা যখন খেলতাম, সেই সময়ের ধারাবাহিক পারফরম্যান্সের ফল। ২০০৬ থেকে ২০১৫ পর্যন্ত গত ১০ বছরে আমরা চারবার চ্যাম্পিয়নস লিগ জিতেছি।’

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার