হোম > খেলা > ফুটবল

এক দিনের ব্যবধানে পাঁচ থেকে দুইয়ে আবাহনী

আজকের পত্রিকা ডেস্ক­

গোলের পর মোহাম্মদ ইব্রাহিমের উদ্‌যাপন। ছবি: বাফুফে

শুক্রবার প্রিমিয়ার লিগ ফুটবলে ফকিরেরপুল ইয়াংমেন্সকে হারানোর পর আবাহনীকে চিন্তায় রেখে চারে উঠে যায় বসুন্ধরা কিংস। কিন্তু তাদের সেই অবস্থান এক দিনের মধ্যেই বদলে গেল। আজ চট্টগ্রাম আবাহনীকে ৪-০ গোলে উড়িয়ে এক লাফে পাঁচ নম্বর পজিশন থেকে টেবিলের দুইয়ে উঠে গেল আবাহনী।

আজ ময়মনসিংহে লিগ টেবিলের তলানির দল চট্টগ্রাম আবাহনীকে পেয়ে শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় মারুফুল হকের শিষ্যরা। যদিও বন্দর নগরীর ক্লাবটি প্রথমার্ধে বেশ রক্ষণাত্মক ফুটবলই খেলেছে। যে কারণে একাধিক সুযোগ তৈরি করেও মাত্র একবার তাদের জালে বল পাঠায় আবাহনী। তাও গোলটি আসে পেনাল্টির সৌজন্যে। বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে স্পট কিক থেকে আবাহনীকে এগিয়ে দেন মোহাম্মদ ইব্রাহিম। এর আগে ঢাকা ডার্বিতেও জয়সূচক গোল করেছিলেন ইব্রাহিম।

দ্বিতীয় সাফল্য পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি আবাহনীকে। ৫২ মিনিটে এনামুল ইসলাম গাজী ব্যবধান দ্বিগুণ করেন। ৬৬ মিনিটে আবারও ইব্রাহিমের গোল। এবার আর পেনাল্টি নয়, দারুণভাবে চট্টগ্রাম আবাহনীর রক্ষণ গুঁড়িয়ে বল জালে পাঠান তিনি। এ নিয়ে প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে তিনটি গোল করেছেন এই উইঙ্গার।

নিয়মিত বিরতিতে তিন গোল হজমের পর চট্টগ্রাম আবাহনী অনেকটাই ম্যাচ থেকে ছিটকে যায়। শেষ দিকে তারা আক্রমণ দূরে থাক রক্ষণ নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়ে। ৭১ মিনিটে আরেকটি সুযোগের সদ্ব্যবহার করেন আবাহনীর আসাদুল মোল্লা, তাতে স্কোরলাইন দাঁড়ায় ৪-০।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর