হোম > খেলা > ফুটবল

বার্সার কোচ হওয়ার প্রস্তাব দুইবার ফিরিয়ে দিয়েছেন জাভি

ঢাকা: জাভি হার্নান্দেজের বার্সেলোনা কোচ হওয়ার গুঞ্জন নতুন নয়। গত কয়েক মৌসুমে এটা প্রায় নিয়মিত হয়ে আসছে, মৌসুম শেষ হয় আর জাভির কোচ হওয়ার গুঞ্জন ওঠে। এবারও কথা উঠছিল, বার্সার কোচ হয়ে আসছেন জাভি। এর মধ্যে রোনাল্ড কোমানের আরও এক মৌসুম মেসিদের কোচ থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। এরপরই এক সাক্ষাৎকারে বার্সার কোচ হওয়ার প্রস্তাবের কথা স্বীকার করেছেন জাভি।

বার্সেলোনার পক্ষ থেকে দুইবার কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন জাভি। কিন্তু এই মুহূর্তে নিজেকে কাতালান ক্লাবটির কোচের উপযুক্ত মনে করেন না এই বার্সা কিংবদন্তি। কোচ হিসেবে নিজেকে আরও তৈরি করে আসতে চান জাভি।

গত কয়েক মৌসুমে নিজেদের হারিয়ে খুঁজছে বার্সেলোনা। জাভিকে কোচ হওয়ার প্রস্তাব এবারই প্রথম নয় কাতালান ক্লাবটির। এর আগেও কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বার্সার সোনালি প্রজন্মের এই ফুটবলার। স্প্যানিশ সংবাদমাধ্যমকে জাভি বলেছেন, ‘সৌভাগ্যবশত কিংবা দুর্ভাগ্যবশত আমি বার্সাকে দুইবার না করেছি। কয়েকটা কারণে এটা করেছি। কোচ হিসেবে নিজেকে আরও তৈরি করতে চাই, এই মুহূর্তে পরিবারকে আরও বেশি সময় দিতে চাই, আর অবশ্যই পেশাদার দৃষ্টিকোণ থেকে আমি এখনো একটা দলের (আল সাদ) কোচ আছি।’

শৈশবের ক্লাবকে বারবার না করার বিষয়টি একদমই সহজ ছিল না জাভির জন্য। সাবেক এই বার্সা মিডফিল্ডার বলেছেন, ‘এটা খুবই কঠিন ছিল, আমি নিজেই বড় বার্সা ভক্ত। কিন্তু এটা আসলে সঠিক সময় না। এখনই তাড়াহুড়ো করতে চাই না।’

কদিন আগে জাভি আলোনসো জানিয়েছিলেন তিনি তাঁর নিজস্ব ধরনে কোচ হতে চান। জাভি এটার সঙ্গে একমত, ‘আমি বার্সেলোনায় এলেই সবাই এয়ারপোর্টে আমার জন্য অপেক্ষা করে। আমি এলেই সবাই বার্তা পাঠায়। কিন্তু তাদের একজন কোচ আছে, তাঁকে সম্মান করা উচিত। আমার এত তাড়াহুড়ো নেই।’

চ্যাম্পিয়নস লিগে জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে