হোম > খেলা > ফুটবল

এমএলএস চ্যাম্পিয়নদেরও হারালেন মেসিরা 

লিওনেল মেসি আসার পরই পাল্টে গেছে ইন্টার মায়ামি। হারতেই ভুলে গেছে তারা। লিগস কাপ, মেজর লিগ সকার (এমএলএস), ইউএস ওপেন কাপ-টুর্নামেন্ট যা-ই হোক, হয় মায়ামি জিতছে বা ড্র করছে। 

বিএমও স্টেডিয়ামে আজ এমএলএসে মায়ামির প্রতিপক্ষ ছিল লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি), যেখানে এলএএফসি এমএলএস টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। এমএলএসের বর্তমান চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়েছে মায়ামি। এই ম্যাচে মায়ামির শুরুর একাদশে ছিলেন মেসি। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার গোল না পেলেও দলের জয়ে অবদান রেখেছেন। 

এলএএফসির বিপক্ষে আজ দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ১৪ মিনিটে টমাস অ্যাভিলেসের অ্যাসিস্টে গোল করেছেন ফাকুন্দো ফারিয়াস। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করেন মেসিরা। দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ৫১ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন জর্দি আলবা। আলবাকে অ্যাসিস্ট করেছেন তাঁর বার্সেলোনার সতীর্থ মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার থ্রো বল করেছেন। সেখান থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আলবা। এরপর ৮৩ মিনিটে লিওনার্দো কাম্পানাকে দিয়ে গোল করিয়েছেন মেসি। মেসির জোড়া অ্যাসিস্টে এলএএফসিকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। 

মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জেতে মায়ামি। লিগস কাপ দিয়েই মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার খেলার পর ১১ ম্যাচে মায়ামি জিতেছে ১০ ম্যাচ এবং ১ ম্যাচ ড্র হয়েছে।

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ