হোম > খেলা > ফুটবল

ঘরোয়া ফুটবলের মৌসুম শুরু ২২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই দফা পিছিয়ে অবশেষে ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। আজ শনিবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। 

সূচি অনুযায়ী, ২২ নভেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ফুটবলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মৌসুমটি। এরপর ২৯ নভেম্বর থেকে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। ৩ ডিসেম্বর শুরু ফেডারেশন কাপ। এরই মধ্যে লিগের ছয় ভেন্যুর বেশির ভাগই চূড়ান্ত করে ফেলেছে লিগ কমিটি। শিগগিরই ভেন্যুগুলোর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে ক্লাবগুলোকে। 

এর আগে বাফুফের পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৪ অক্টোবর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হওয়ার কথা ছিল ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। কিন্তু তড়িঘড়ি করে দলবদল শেষ করা ক্লাবগুলো পুরোপুরি নিজেদের গুছিয়ে নিতে না পারায় সময় চায়। 

এরপর বাফুফের নির্বাহী কমিটির বৈঠকে আসে নতুন সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১১ অক্টোবর বসুন্ধরা কিংস-মোহাডোনের চ্যালেঞ্জ কাপ ম্যাচ দিয়ে ২০২৪-২৫ মৌসুমের ঘরোয়া ফুটবল শুরুর কথা ছিল। সেটিও হয়নি। বাফুফের নির্বাচনী ব্যস্ততা থাকায় আরেক দফা পেছানোর কথা বলা হয়। শেষ পর্যন্ত এলো চূড়ান্ত ঘোষণা। সেই ঘোষণা অনুযায়ী নির্বাচনের পর নতুন সভাপতির অধীনেই শুরু হবে ফুটবলের মৌসুম।

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক