হোম > খেলা > ফুটবল

ভুটানে সাবিনার একারই ৯ গোল, দল পেল ২৮ গোলের জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মনিকা চাকমার সঙ্গে গোল উদ্‌যাপনে সাবিনা খাতুন। ছবি: ফেসবুক

কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের জেরে দীর্ঘদিন অনুশীলনে ছিলেন না তাঁরা। বিদ্রোহের অবসান ঘটালেও জাতীয় দলের অনুশীলনে এখনো ফেরেননি। তবে ভুটানে মেয়েদের লিগে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা প্রথম ম্যাচেই বোঝালেন তেমন জং ধরেনি পায়ে। আজ বৃহস্পতিবার সামতসে এফসির বিপক্ষে ২৮-০ গোলের বিশাল জয় পেয়েছে তাঁদের ক্লাব পারো এফসি। এর মধ্যে ২৫ গোল করেন চার বাংলাদেশি ফুটবলার।

সামতসে এফসির কৃত্রিম টার্ফে সাবিনা একাই করেন ৯ গোল। এ ছাড়া মনিকা চাকমা ৭, মাতসুশিমা সুমাইয়া ৫ ও ঋতুপর্ণা চাকমার পা থেকে এসেছে ৪ গোল।

ম্যাচের প্রথমার্ধজুড়েই ছিল সাবিনা-মনিকার জাদু। গোলের খাতা খোলার শুরুটা হয় সাবিনার পা থেকেই। নবম মিনিটে জাল কাঁপান তিনি। ২০ মিনিটে ঋতুপর্ণার কাটব্যাক থেকে দ্বিতীয় গোলটি করেন মনিকা চাকমা। এরপর তাঁদের আর থামায় কে! প্রথমার্ধের মধ্যেই হ্যাটট্রিক করে ফেলেন তাঁরা।

সাবিনার ৩২ মিনিট লাগলেও মনিকার অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত। প্রথমার্ধে ১০-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পারো এফসি। পেনাল্টি থেকে মাতসুশিমা সুমাইয়া নিজের প্রথম গোলটি করেন ৩৮ মিনিটে। ঋতুপর্ণাও পেয়েছিলেন সহজ কিছু সুযোগ। কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোনো ভুল করেননি তিনি। হ্যাটট্রিকসহ করেন চার গোল। মাতসুশিমাও তুলে নেন হ্যাটট্রিক।

সাবিনা-মনিকা নিজেদের আরও ছাড়িয়ে যান। শুরুর মতো শেষ গোলটিও করেন সাবিনা। ৯, ২০, ২৬, ৩২, ৪০, ৪৮, ৬৪, ৭৮, ৮০ ও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জাল কাঁপান তিনি।

চ্যাম্পিয়নস লিগে জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে