হোম > খেলা > ফুটবল

স্বপ্নের ফাইনালে উঠতে আর এক ধাপ বাকি ইন্টারের

সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ইন্টার মিলান। এরপর আর কখনো শিরোপা ছোঁয়ার সুযোগ পায়নি ইতালির দলটি। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পালা হয়তো এবার শেষ হবে। 

অপেক্ষা ফুরানোর সুযোগ পেতে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের কাজটা অনেকটা এগিয়ে রেখেছে ইন্টার। গতকাল নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে রেখেছে। এ জন্যই স্বপ্নপূরণের এক ধাপ বাকি বলে জানিয়েছেন ইন্টার বস সিমোন ইনজাঘি।

দুই দলের হোম ভেন্যু সান সিরোতে গতকাল ম্যাচ শেষে এমনটি জানিয়েছেন ইনজাঘি। তিনি বলেছেন, ‘আমরা প্রথমার্ধে দুর্দান্ত খেলেছি। তবে স্কোরলাইনটা এখনো শক্ত। আমরা একটি ইতিবাচক রাত কাটিয়েছি, যা আমাদের অনেক তৃপ্তি দিচ্ছে। আমরা আগস্ট থেকেই বিশ্বাস করছি যে স্বপ্নপূরণের পথে একটি অংশ মিস করছি। দ্বিতীয় লেগ হতে এখন সাত দিন বাকি। ফাইনালে উঠতে আমাদের ছোট একটি ধাপ বাকি রয়েছে।’

এসি মিলানের বিপক্ষে ২-০ গোলের জয় এনে দেওয়ার নায়ক হচ্ছেন এডিন জেকো ও হেনরিখ মাখিতারিয়ান। শুরুর ৮ মিনিটে দলকে এগিয়ে দেন ৩৭ বছর বয়সী ‘বুড়ো’ স্ট্রাইকার জেকো। বসনিয়া-হার্জেগোভিনার স্ট্রাইকারের গোলের ২ মিনিট পরেই এসি মিলানের জালে দ্বিতীয় গোলটি করেন মাখিতারিয়ান। প্রথমার্ধের এই ২ গোলের পর আর পুরো ম্যাচে কোনো গোল হয়নি।

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান