হোম > খেলা > ফুটবল

দেশে হামজার অভিষেক ম্যাচের টিকিট নিয়ে হতে পারে কাড়াকাড়ি

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। ঘরের মাঠে এবার অভিষেকের অপেক্ষা। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সব ঠিকঠাক থাকলে, সেই ম্যাচেই দেশের মাঠে অভিষেক হবে হামজার। সমিত সোম-কিউবা মিচেলদেরও দ্রত টানার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশ ফুটবলের নবজাগরণের দেখছেন অনেকেই। হামজাদের মতো ফুটবল তারকারা বাংলাদেশের হয়ে খেলায় ভক্ত-সমর্থকদের মাঝে ম্যাচের টিকিট পাওয়া নিয়েও জেগেছে আশা-প্রত্যাশা। ব্যাপারটি অনুভব করছে ফুটবল ফেডারেশনও। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা সংস্কার কাজ চলমান ঢাকা জাতীয় স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা বাফুফের। সেই উপলক্ষে আজ বাফুফের কম্পিটিশন কমিটি বসেছিল বৈঠকে। উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারাও।

বাফুফে জানিয়েছে, সমর্থকদের ভোগান্তি কমাতে অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা করবে তারা। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের ১৮ হাজারের বেশি টিকিট বিক্রির আশা তাদের। সভা শেষে কমপিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল জানান, নতুন মাঠে দর্শক ফেরাতে সব চেষ্টাই করবে বাফুফে। তিনি বলেন, ‘আমরা সমর্থকদের মাঠে ফেরাতে চাই। সমর্থকেরা যেন মাঠে এসে খেলা দেখতে পারেন এ জন্য আজ স্টেডিয়ামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। জাতীয় ক্রীড়া পরিষদও আমাদের সহায়তা করছে।’

হামজার ঘরের মাঠে অভিষেক ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির পরিকল্পনাও আছে বাফুফের। এ নিয়ে তাজওয়ার বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনলাইনে টিকিট বিক্রি করছে। বাফুফেও সেই পথে হাটতে চায়, আমরা অনলাইনে টিকিট বিক্রি করব। টিকিটের দাম কত হবে সেটা মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে পরবর্তীতে ফেডারেশনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।’

ম্যাচ জিতেও অসন্তুষ্ট রিয়াল কোচ

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী