হোম > খেলা > ফুটবল

ভবিষ্যদ্বাণী করে বিদ্রুপের শিকার টিম কাহিল 

ফুটবল বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করে যেন একটু ঝামেলায় পড়লেন টিম কাহিল। সামাজিক মাধ্যমে বিদ্রুপ করা হচ্ছে সাবেক এই অস্ট্রেলিয়ান ফুটবলারকে নিয়ে।

আসন্ন কাতার বিশ্বকাপে গতকাল বিভিন্ন দল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন কাহিল। তাঁর মতে, অস্ট্রেলিয়া এবার দ্বিতীয় রাউন্ডে উঠবে এবং আর্জেন্টিনাকে হারিয়ে শেষ ষোলোতে যাবে অস্ট্রেলিয়ানরা। অথচ বিশ্বকাপে সর্বশেষ অস্ট্রেলিয়া জিতেছে ২০১০ সালের গ্রুপ পর্বে। আর এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্রুপে আছে ফ্রান্স, ডেনমার্কের মতো কঠিন প্রতিপক্ষ। অন্যদিকে টানা ৩৫ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা।

কাহিলের এই ভবিষ্যদ্বাণী অনেকের কাছে উদ্ভট লেগেছে। টুইটারে একজন লিখেছেন, ‘তিনি কী বলতে চাইছেন, অস্ট্রেলিয়া হারাবে আর্জেন্টিনাকে? অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব থেকেই বাদ পড়বে। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বাজে ভবিষ্যদ্বাণী এটি।’

এ ছাড়া আরও অনেকে কাহিলকে নিয়ে নানা রকম মজা করেছেন। কেউ একজন লিখেছেন, ‘মাদককে না বলুন।’ আরেকজন লিখেছেন, ‘তিনি আসলেই বেশি উত্তেজিত।’

অস্ট্রেলিয়ার জার্সিতে ১০৩ ম্যাচ খেলে কাহিল করেছেন ৪৯ গোল, ৫ গোলে করেছেন অ্যাসিস্ট। সকারুদের হয়ে চারটি বিশ্বকাপে খেলেছেন সাবেক এই মিডফিল্ডার।

এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া। ২২ নভেম্বর বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া। ২৬ নভেম্বর  তিউনিসিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। আর ৩০ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সকারুরা।

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ

১৪ মাসেই আমোরিমকে ছাঁটাই করল ইউনাইটেড

​মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ