হোম > খেলা > ফুটবল

শিষ্যদের কাছে জাদুকরী রাতের দাবি জাভির

মৌসুম শেষে ক্যাম্প ন্যু ছাড়বেন জাভি হার্নান্দেজ। যাওয়ার আগে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার হৃত গৌরব ফিরিয়ে দিতে পারবেন তো স্প্যানিশ কোচ? দুই মৌসুম পর টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বার্সা। আজ রাতে নাপোলিকে হারাতে পারলে ২০১৯-২০ মৌসুমের পর প্রথমবার নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালও।

তবে শেষ ষোলোর ফিরতি লেগের আগে বেশ চিন্তিত জাভি। পেদ্রি, গাভি ও ফ্রাঙ্কি ডি ইয়ংকে পাচ্ছেন না তিনি। দলের গুরুত্বপূর্ণ এই তিন মিডফিল্ডার ছিটকে গেছেন লম্বা সময়ের জন্য। ফেরান তোরেস ও আলেহান্দ্রো বালদেও আছেন চোটের তালিকায়। তবে সেটিকে অজুহাত বানাতে চান না জাভি। গতকাল তিনি বললেন, ‘সত্য যে আমাদের খেলোয়াড়েরা বাইরে আছে, তবে কোনো অজুহাত নয়। এটা একটা সুযোগ।’

ইতালি সফরে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল বার্সা। আজ যে জিতবে উঠে যাবে শেষ আটে। তার জন্য কাতালোনিয়ায় নিজেদের অস্থায়ী স্টেডিয়াম মন্টজুইক হিলে শিষ্যদের কাছে একটি ‘জাদুকরী রাতের’ দাবি জাভির।

চ্যাম্পিয়নস লিগের আরেক ম্যাচে ফিরতি লেগে এমিরেটসে পোর্তোকে আতিথেয়তা দেবে আর্সেনাল। আতিথেয়তা তো নয়, উল্টো পর্তুগিজদের না কাঁদালে শেষ ষোলোয় থেমে যেতে হবে গানারদের। প্রথম লেগে যে ১-০ গোলে হেরে এসেছে মিকেল আর্তেতার দল!

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো