হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপ জেতা ছাড়াই মেসি সর্বকালের সেরা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে আর্জেন্টিনা ও মেসির। সেই উৎসবও এখন শেষের পথে। লুসাইলের ফাইনালের পর স্তিমিত হয়ে আসছে সর্বকালের সেরা বিতর্কও।

কিন্তু মেসির এক সময়ের সতীর্থদের ধারণা মেসি এমনিতেই সর্বকালের সেরা। এ জন্য তাঁর বিশ্বকাপ জেতার প্রয়োজনই ছিল না।

মেসির সাবেক ক্লাব বার্সেলোনায় এক সঙ্গে দীর্ঘদিন খেলেছেন। এমন অধিকাংশ তারকাই মেসিকে সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার মনে করেন। ১৪ বছর এক সঙ্গে খেলা ইনিয়েস্তাও তেমনটাই মনে করেন মেসিকে নিয়ে। ফুটবল বিষয়ক সংবাদ সংস্থা ইএসপিএন কে দেয়া এক সাক্ষাৎকারে সে কথাই বললেন স্প্যানিশ এই কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। বিশ্বকাপ জয় করায় মেসিকে অভিনন্দন জানিয়ে ইনিয়েস্তা বলেন, ‘আমার কাছে মেসিই বিশ্বসেরা সে বিশ্বকাপ জিতুক আর নাই জিতুক।’ এ সময় মেসির শ্রেষ্ঠত্বের প্রশ্নে ইনিয়েস্তা বলেন, ‘আমি নিশ্চিত যে মেসিকে সেরা হিসেবে দেখে না এমন কেউই এটাকে এভাবেই দেখার জন্য একটা অজুহাত খুঁজে পাবে, সে বিশ্বকাপ জিতুক বা না থাকুক।’

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় যে শুধু মেসির নয়, দেশ আর্জেন্টিনার জন্যও দারুণ উদ্‌যাপনের বিষয়। বলতে ভুলেননি সে কথাও, ‘(বিশ্বকাপ জয়) নিজের জন্য আনন্দের একটি বিশাল উৎস। কিন্তু একটি দেশ হিসাবে আর্জেন্টিনার জন্য। তারা সব সময় শিরোপার লক্ষ্যেই থাকে। তারা যেভাবে জিতেছে তাতে এটি পুরোপুরি তাঁদেরই প্রাপ্য।’

২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে ইনিয়েস্তার গোলেই শিরোপা জেতে ফ্রান্স। ২০১১ সালে বার্সেলোনার তিন কিংবদন্তি জাভি, ইনিয়েস্তা ও মেসি তিনজনই ছিলো ফিফা ব্যালন ডি অরের সেরা তিন তালিকায় ছিলো। সে বছরও ব্যালন ডি অর জিতেছিলেন লিওনেল মেসি।

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের