হোম > খেলা > ফুটবল

যুব ফুটবলারদের বহনকারী ফ্লাইট নামতে পারেনি ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ খেলে আজ ভারত থেকে দেশে ফিরতে রওনা দেয় বাংলাদেশ দল। ছবি: বাফুফে

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ খেলে আজ ভারত থেকে দেশে ফিরতে রওনা দেয় বাংলাদেশ দল। ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি বিকাল ৫টায় অবতরণ করার কথা ছিল। কিন্তু বাধ সাধে বৈরী আবহাওয়া। যে কারণে ফ্লাইটটি আবার কলকাতায় ফিরে যায়।

তাই বাংলাদেশ দল কখন ফিরবে তা এখন অনিশ্চিত। আবহাওয়ার উন্নতি হলে নতুন সময় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বাফুফে। শিরোপার লক্ষ্য নিয়ে গেলেও সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। গত ১৮ মে অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে যায় গোলাম রব্বানী ছোটনের দল। এর আগে ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ সমতায়। শুরুতে ভারত এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে ম্যাচে ফেরান জয় আহমেদ।

গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর বাংলাদেশ ভুটানকে উড়িয়ে দেয় ৩-০ ব্যবধানে। সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে তারা।

পরে বাফুফে আরেক বিবৃতিতে জানিয়েছে, যুব ফুটবল দলের ফ্লাইটটি বর্তমানে কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ