হোম > খেলা > ফুটবল

চলে গেলেন ভারতকে হারানো কোচ সেলিম 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৯৯১ কলম্বো সাফ গেমসের (সাউথ এশিয়ান গেমস) ফুটবলে প্রথমবারের মতো ভারতকে হারানোর স্বাদ পেয়েছিল বাংলাদেশ। লাল-সবুজরা পেয়েছিল ২-১ গোলে জয়। সেই জয়ের অন্যতম কারিগর ছিলেন কোচ সহিদ উদ্দিন আহমেদ সেলিম। ছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কও। দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে আজ ভোরে না ফেরার দেশে চলে গেছেন সাবেক এই কৃতী ফুটবলার। 

গত বছর ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন সেলিম। কেমোথেরাপির পর মোটামুটি সুস্থ ছিলেন কিছুদিন। গতকাল রাতে শ্বাসকষ্ট শুরু হওয়ার পর ভর্তি করা হয়েছিল আজগর আলী হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ৬৯ বছর বয়সী সাবেক অধিনায়কের। 

আজ বিকেলে তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে। 

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ হিসেবে খ্যাতি থাকলেও সেলিম দেশের ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত ছিলেন ‘ব্রাদার্সের সেলিম’ হিসেবে। ১৯৭২ সালে তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম ঐতিহ্যবাহী দল ব্রাদার্স ইউনিয়ন। ১৯৭৫ সালে প্রথম বিভাগ ফুটবলে উঠে এসে প্রথম ম্যাচেই আবাহনীকে হারিয়ে হইচই ফেলে দেয় ব্রাদার্স। মোহামেডান-আবাহনীকে চ্যালেঞ্জ জানানোর মতো শক্তি নিয়ে আবির্ভাব হয়েছিল গোপীবাগের দলটির। সেলিমের বাসাতেই প্রস্তুতি চলত ব্রাদার্সের। 

এশিয়ান কাপে একবারই খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ ফুটবল দল। কুয়েতে সেই দলের অধিনায়ক ছিলেন সেলিম। পরে কোচ হিসেবে জয় এনে দেন ভারতের বিপক্ষেও।  

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর