হোম > খেলা > ফুটবল

ভক্ত-সমর্থকদের মেসি শোনালেন বিশ্বকাপ জয়ের গল্প 

শিরোপা তো কম জেতেননি লিওনেল মেসি। ক্লাব ক্যারিয়ারের একের পর এক শিরোপা তাঁর ক্যাবিনেটে। একমাত্র অপূর্ণতা যা ছিল, তা তিনি ঘুচিয়েছেন গত বছর কাতারে বিশ্বকাপ জিতেছেন। ভক্ত-সমর্থকদের সেই শিরোপাজয়ের গল্প শোনালেন আর্জেন্টিনার ফুটবল তারকা।

কাতারে ২০২২-এর নভেম্বর-ডিসেম্বরে হয়েছিল ২২তম ফুটবল বিশ্বকাপ। সৌদি আরবের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। এরপর টানা ৬ ম্যাচ জিতে বিশ্বকাপ জিতেছে আকাশী-নীলরা। মেসির নেতৃত্বে ৩৬ বছর পর বিশ্বকাপের খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা। মেসির সেই শিরোপাজয়ের এক বছর পূর্ণ হবে পরশু ১৮ ডিসেম্বর। বিশ্বকাপ শিরোপাজয়ের এক বছর পূর্তির আগেই ভক্ত-সমর্থকদের সুখবর দিয়ে রাখল অ্যাপল টিভি প্লাস। ‘মেসির বিশ্বকাপ: এক কিংবদন্তির উত্থান’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে তারা। টিভি নির্মাতা প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‘তার মুখেই শুনুন, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে তার অসাধারণ ক্যারিয়ারের গল্প। বিশ্বকাপ জয়ের প্রতি তার যে তীব্র ক্ষুধা, সেই গল্প করা হয়েছে।’

অ্যাপল টিভি জানিয়েছে, প্রামাণ্যচিত্র মুক্তি পাবে ২০২-এর ২১ ফেব্রুয়ারি। তবে সেই প্রামাণ্যচিত্রের ট্রেইলর এরই মধ্যে তারা প্রকাশ করেছে। ২০০৬ থেকে শুরু করে ২০২২ পর্যন্ত ক্যারিয়ারে তিনি খেলেছেন পাঁচ বিশ্বকাপ। ৩৯ মিনিটের ভিডিওতে রয়েছে বিশ্বকাপ ক্যারিয়ারে তাঁর পথচলা, হতাশা ও উচ্ছ্বাস। ২০২২ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দলের সঙ্গে কীভাবে উদ্‌যাপন করেছেন তা দেখানো হয়েছে। ভিডিওতে ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্যারি লিনেকারকেও দেখানো হয়েছে। টিভি নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, মেসির সাক্ষাৎকার তো রয়েছেই। পাশাপাশি সতীর্থ, কোচ, ভক্ত-সমর্থক, ধারাভাষ্যকার—সবার সঙ্গে কথা বলা হয়েছে। 

বিশ্বকাপ ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলেছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার করেছেন ১৩ গোল ও ৮ গোলে অ্যাসিস্ট, যার মধ্যে ২০২২ বিশ্বকাপে ৭ ম্যাচে ৭ গোল ও ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। কাতার বিশ্বকাপে গোল্ডেন বল জিতে বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে দুবার জিতেছেন গোল্ডেন বল। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জয়ের আগে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা—দুটি শিরোপা জিতেছেন তিনি।

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ

১৪ মাসেই আমোরিমকে ছাঁটাই করল ইউনাইটেড

​মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

মেয়েদের লিগে মারামারি-লাল কার্ডের ম্যাচে ২৩ গোল

চলে গেলেন বাংলাদেশের সাবেক ফুটবলার নীরা

৩ গোলে পিছিয়ে থেকেও কিংসকে রুখে দিল ফকিরেরপুল

পারিশ্রমিক না পেয়ে ৪ মাসেই বসুন্ধরা ছাড়লেন কিউবা মিচেল

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের