হোম > খেলা > ফুটবল

ইয়ামালের দেয়ালচিত্র নষ্ট করলেন কারা, ঘটনা কী

ক্রীড়া ডেস্ক    

ইয়ামালের দেয়ালচিত্রের ওপর ‘সেভেন ডোয়ার্ফ’ এঁকে নষ্ট করা হয়েছে। ছবি: এএফপি

বয়স মাত্র ১৮ হলেও লামিনে ইয়ামাল তাঁর পায়ের জাদুতে মুগ্ধ করছেন ভক্ত-সমর্থকদের। অল্প বয়সেই গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বার্সেলোনার ‘ওয়ান্ডারকিড’ নামে পরিচিত এই ফুটবলারকে নিয়ে বানানো হয়েছে একটি দেয়ালচিত্র। সেই দেয়ালচিত্র নষ্ট হতেও অবশ্য বেশি সময় লাগেনি।

বার্সেলোনা শহরের ভিলা দে গ্রাসিয়া অঞ্চলের প্লাসা জোয়ানিক এলাকায় ইয়ামালের দেয়ালচিত্রকে নষ্ট করেছে দুর্বৃত্তরা। সামাজিক মাধ্যমে গতকাল রাত থেকে তা ভাইরাল। স্প্যানিশ তরুণ ফুটবলারের দেয়ালচিত্রের ওপর ‘সেভেন ডোয়ার্ফ’ এঁকে সেটা আংশিকভাবে ঢেকে দেওয়া হয়। ‘সেভেন ডোয়ার্ফ’ গ্রিম ভাইদের রূপকথার গল্পের বই ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফ’–এর সাতটি কাল্পনিক বামন চরিত্র হিসেবে পরিচিত। দুর্বৃত্তরা ইয়ামালের দেয়ালচিত্রের ওপর এবং আশপাশে সাতটি বামন চরিত্র এঁকেছে।

এ বছরের ১৩ জুলাই ইয়ামাল ১৮ বছর পূর্ণ করেছেন। ইএসপিএন গতকাল রাতে এক প্রতিবেদনে জানিয়েছে, তাঁর ১৮তম জন্মদিনের আগে দেয়ালচিত্রটি উন্মোচন করা হয়। দেয়ালচিত্রে ‘সুপারম্যান’–এর পোশাকে ইয়ামালকে ফুটিয়ে তুলেছিলেন ইতালিয়ান নগরশিল্পী সালভাতরে বেনিনতেন্দে। এই বেনিনতেন্দে ‘টিভিবয়’ নামে পরিচিত। এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের গতকালের এক প্রতিবেদন থেকে জানা গেছে, দেয়ালচিত্রটি গতকাল স্থানীয় সময় বিকেলে আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। যে ‘টিভিবয়’ দেয়ালচিত্র এঁকেছিলেন, তিনিই পরে ঠিকঠাক করেছেন।

ইয়ামালের দেয়ালচিত্র নষ্ট করার কাজটা যে দুর্ঘটনাবশত নয়, সেটা স্প্যানিশ সংবাদমাধ্যমে জানা গেছে। গত ১৩ জুলাই নিজের ১৮তম জন্মদিনের অনুষ্ঠানে মজা করতেই একদল বামন মানুষকে ভাড়া করেছিলেন ইয়ামাল। তখন ইয়ামালের জন্মদিন উদ্‌যাপনের পার্টিতে প্রতিবন্ধী আইন লঙ্ঘন হয়েছিল কি না, এ ব্যাপারে স্পেনের সামাজিক অধিকারবিষয়ক মন্ত্রণালয় তদন্তের অনুরোধও করেছিল। জন্মদিনের পার্টি নিয়ে ব্যাপক সমালোচনার শিকারও হয়েছিলেন স্প্যানিশ তরুণ ফুটবলার।

ইয়ামালের দেয়ালচিত্র নষ্ট করার ছবি কদিন আগেই অবশ্য ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে বোঝা যায় যে এআই দিয়ে বানানো হয়েছিল সেই ভাইরাল ছবিগুলো। বার্সেলোনার প্রাক-মৌসুম সফরে ইয়ামাল এখন দক্ষিণ কোরিয়ায় আছেন। দেগু স্টেডিয়ামে স্বাগতিক দেগু ক্লাবকে প্রীতি ম্যাচে গতকাল ৫-০ গোলে হারিয়েছে বার্সা। ইয়ামাল ৪৬ মিনিট খেললেও কোনো গোল করতে পারেননি।

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল