হোম > খেলা > ফুটবল

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ

বাংলাদেশ-ভারতসহ আর কোন কোন দল উঠল এশিয়ান কাপে

ক্রীড়া ডেস্ক    

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে বাংলাদেশ। ছবি: বাফুফে

লাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।

নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, সেটা জানা গেল আজ। ভারত, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, জর্ডান ও চাইনিজ তাইপের বিপক্ষে খেলবেন আফঈদা খন্দকার-মোসাম্মৎ সাগরিকারা। আট গ্রুপের আট সেরা দল হিসেবে মূল পর্বের টিকিট কেটেছে দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জাপান, চীন, ভারত, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও উত্তর কোরিয়া। প্রতিটি গ্রুপের রানার্সআপ দলগুলোর মধ্যে সেরা তিনে থেকে অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ, জর্ডান ও চাইনিজ তাইপে। বাংলাদেশ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হিসেবে মূল পর্বে উঠেছে। বাছাইপর্বে বাংলাদেশ তিন ম্যাচে পেয়েছে ৬ পয়েন্ট। বাংলাদেশের ‘এইচ’ গ্রুপে পূর্ণ ৯ পয়েন্ট পেয়েছে দক্ষিণ কোরিয়া।

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে ‘এইচ’ গ্রুপে দক্ষিণ কোরিয়া, লাওস এবং পূর্ব তিমুরের বিপক্ষে খেলেছেন আফঈদা-সাগরিকারা। এই গ্রুপের সব ম্যাচ হয়েছে লাওসে। ২ থেকে ১০ আগস্ট সময়ে আরও সাত দেশে বাছাইপর্ব হয়েছে। এখানে খেলেছে ২৯ দল। সব মিলিয়ে মোট ৩৩ দল আট গ্রুপে ভাগ হয়ে ১১ জায়গার জন্য লড়েছে। স্বাগতিক হিসেবে ২০২৬ নারী এশিয়ান কাপে থাইল্যান্ডের খেলাটা নিশ্চিত ছিল আগেই। মূল পর্বের ১২ দলের মধ্যে বাকি ১১ দল চূড়ান্ত হয়েছে গতকাল বাছাইপর্ব শেষ হওয়ার পর।

২০২৬ সালের ১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডে ১২ দল নিয়ে হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। এই টুর্নামেন্টে ১২ দল ৩ গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপিং অবশ্য ঠিক হয়নি।

অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপে অংশগ্রহণকারী দল:

বাংলাদেশ, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জাপান, চীন, ভারত, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, জর্ডান, চাইনিজ তাইপে।

আরও পড়ুন:

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল