লিওনেল মেসির সঙ্গে এক ক্লাবে লুইস সুয়ারেজের পুনর্মিলনীর কথা শোনা যাচ্ছিল অনেক দিন। অবশেষে সুয়ারেজ চলেই এলেন ইন্টার মায়ামিতে। পুরোনো সতীর্থের সঙ্গে এখানেও (মায়ামি) একের পর এক শিরোপাজয়ের আশার কথা শুনিয়েছেন সুয়ারেজ।
মেসির বার্সেলোনায় ক্যারিয়ার শুরু হয় ২০০৪ থেকে। অন্যদিকে সুয়ারেজ বার্সায় এসেছেন ২০১৪ সালে। ২০১৪-১৫ মৌসুম থেকে ২০১৯-২০ পর্যন্ত টানা ছয় মৌসুম বার্সেলোনায় দেখা গেছে মেসি-সুয়ারেজ জুটি। তাঁদের জুটিতেই বার্সা জিতেছে অসংখ্য ম্যাচ। বার্সেলোনার জার্সিতে তাঁরা জিতেছেন চারটি লা লিগা (২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৭-১৮, ২০১৮-১৯)। ২০১৪-১৫ মৌসুমের বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ জয়ী দলে ছিলেন দুই তারকা ফুটবলার। প্রায় ৯ বছর আগে জেতা এটাই বার্সার সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জয়। এমনকি তাঁরা বার্সেলোনার জার্সিতে ২০১৮-১৯ মৌসুমে লা লিগা জয়ের পর এই শিরোপা জিততে বার্সাকে অপেক্ষা করতে হয়েছে চার বছর। জাভি হার্নান্দেজ কোচ হওয়ার পর ২০২২-২৩ মৌসুমের লা লিগা জিতেছে বার্সেলোনা।
নতুন বছর ইন্টার মায়ামির জন্য দারুণ কাটবে বলে আশার কথা শুনিয়েছেন সুয়ারেজ। উরুগুয়ের স্ট্রাইকার আরও বলেন, ‘আমি তাদের (ভক্ত-সমর্থক) বলব দলের ওপর ভরসা রাখতে। যেভাবে তারা বছরের পর বছর ভরসা রেখেছেন। আরও একটি দারুণ বছর আমরা পেতে যাচ্ছি। যে বছরে আমরা ভক্ত-সমর্থকদের অনেক আনন্দ দিতে পারব। স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আমরা শেষ অব্দি লড়ে যাব।’
শুধু মেসি, সুয়ারেজই নন, ইন্টার মায়ামি যে এখন বার্সেলোনার সাবেক ফুটবলারদের মিলনমেলা। মেসি, সুয়ারেজের সঙ্গে আছেন সার্জিও বুসকেতস, জর্দি আলবা। সুয়ারেজকে ইন্টার মায়ামিতে স্বাগত জানিয়ে ক্লাবটি টুইট করেছে, ‘মায়ামির স্বপ্নে লুইস সুয়ারেজকে স্বাগত।’ এরপর বুসকেতস, আলবা, মেসি, সুয়ারেজ—চার খেলোয়াড়ের নামে জার্সি পরে বসা চার শিশুর ছবি পোস্ট করেছে ক্লাবটি।