হোম > খেলা > ফুটবল

রিয়াল বাধার আগে মেসি-এমবাপ্পে জুটিতে পিএসজির স্বস্তির জয়

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে স্বস্তির জয় পেয়েছে পিএসজি। গতরাতে লিগ ওয়ানে রেঁনের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ফরাসি জায়ান্টরা। তবে এ জন্য পিএসজিকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৯৩ মিনিট পর্যন্ত।

আক্রমণের ওপর আক্রমণ করেও পিএসজি যেন ভাঙতে পারছিল না রেঁনের রক্ষণভাগ। একের পর এক সুযোগ নষ্ট করছিলেন কিলিয়ান এমবাপ্পেরা। অবশেষে নির্ধারিত নব্বই মিনিট শেষে যোগ করা সময়ের তিন মিনিটের মাথায় লিওনেল মেসি ও এমবাপ্পের রসায়নে গোলের দেখা পায় পিএসজি।

এই জয়ে ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান আরও দৃঢ় করেছে মরিসিও পচেত্তিনোর দল। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে রেঁনে। রেঁনের বিপক্ষে জয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল পিএসজি। সেই সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াল ১৬।

 

এদিন ম্যাচের শুরুতে অবশ্য পিএসজির ওপর চেপে বসে রেঁনে। দুই দফা আক্রমণের পর সপ্তম মিনিটে পিএসজির ত্রাতা হন কেইলর নাভাস। ৩৫ মিনিটে ম্যাচে প্রথমবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় পিএসজি। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। বক্সের কোনা থেকে রেঁনের তিন-চারজন ডিফেন্ডারের মাঝ দিয়ে এমবাপ্পের বাঁকানো শট দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। শেষ পর্যন্ত অবশ্য সেই এমবাপ্পের গোলেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি।

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে