হোম > খেলা > ফুটবল

সবাইকে চমকে দিয়ে আবার বার্সায় ফিরছেন আলভেস

বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বার্সেলোনা। লিওনেল মেসির বিদায়ের পর এই মৌসুমে কাতালান ক্লাবটির অবস্থা শোচনীয়। বরখাস্ত হয়েছেন কোচ রোনাল্ড কোমান। নতুন কোচ হিসেবে গত সপ্তাহে দলের সঙ্গে যোগ দিয়েছেন ক্লাব কিংবদন্তি জাভি হার্নান্দেজ। জাভির সঙ্গে আরও এক পুরোনো সৈনিককে ফিরিয়ে এনেছে বার্সা, দানি আলভেস। তবে খেলোয়াড় হিসেবে।

ব্যাপারটা চমক জাগানিয়াই বটে। বয়স হয়ে গেছে ৩৮, বুট জোড়া তুলে রাখার সময়ও ঘনিয়ে এসেছে। দুঃসময়ে সেই আলভেসকেই স্মরণ করেছে বার্সা। তবে গত কদিন ধরেই গুঞ্জন চলছিল, প্রিয় ক্লাব বার্সায় ফিরছেন এই ব্রাজিলিয়ান তারকা। শেষ পর্যন্ত সেই গুঞ্জনটাই সত্যি হলো। এক বিবৃতিতে আলভেসকে ফেরানোর ব্যাপারটি নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ। 

বার্সার নতুন কোচ জাভির এক সময়ের সতীর্থ ছিলেন আলভেস। কোচ হয়ে আসতেই আলভেসকে ফেরানোর চাওয়া ছিল জাভিরই। ফ্রি এজেন্ট হিসেবে এই ব্রাজিলিয়ান রাইটব্যাককে আবার চুক্তিবদ্ধ করেছে বার্সা। বিবৃতিতে কাতালান ক্লাবটি জানায়, এফসি বার্সেলোনা ও দানি আলভেস চলতি মৌসুমের বাকি সময়ের জন্য নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছে। এই ব্রাজিলিয়ান আগামী সপ্তাহেই অনুশীলনে যোগ দেবেন। তবে জানুয়ারির আগে মাঠে নামতে পারবেন না। 

২০০৮ সালে সেভিয়া থেকে প্রথম বার্সাতে এসেছিলেন আলভেস। কাতালান ক্লাবটির হয়ে খেলেছেন টানা আট বছর। শিরোপা জিতেছেন ২৩টি। শোনা যায়, সাবেক ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে বনিবনা না হওয়ায় ২০১৬ সালে বার্সা ছেড়ে জুভেন্টাসে নাম লেখান আলভেস। সর্বশেষ স্বদেশি ক্লাব সাও পাওলোতে খেলেছিলেন তিনি। তবে বেতন নিয়ে ঝামেলা হওয়ায় গত সেপ্টেম্বরে চুক্তি বাতিল করেন। 

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান