হোম > খেলা > ফুটবল

সবাইকে চমকে দিয়ে আবার বার্সায় ফিরছেন আলভেস

বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বার্সেলোনা। লিওনেল মেসির বিদায়ের পর এই মৌসুমে কাতালান ক্লাবটির অবস্থা শোচনীয়। বরখাস্ত হয়েছেন কোচ রোনাল্ড কোমান। নতুন কোচ হিসেবে গত সপ্তাহে দলের সঙ্গে যোগ দিয়েছেন ক্লাব কিংবদন্তি জাভি হার্নান্দেজ। জাভির সঙ্গে আরও এক পুরোনো সৈনিককে ফিরিয়ে এনেছে বার্সা, দানি আলভেস। তবে খেলোয়াড় হিসেবে।

ব্যাপারটা চমক জাগানিয়াই বটে। বয়স হয়ে গেছে ৩৮, বুট জোড়া তুলে রাখার সময়ও ঘনিয়ে এসেছে। দুঃসময়ে সেই আলভেসকেই স্মরণ করেছে বার্সা। তবে গত কদিন ধরেই গুঞ্জন চলছিল, প্রিয় ক্লাব বার্সায় ফিরছেন এই ব্রাজিলিয়ান তারকা। শেষ পর্যন্ত সেই গুঞ্জনটাই সত্যি হলো। এক বিবৃতিতে আলভেসকে ফেরানোর ব্যাপারটি নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ। 

বার্সার নতুন কোচ জাভির এক সময়ের সতীর্থ ছিলেন আলভেস। কোচ হয়ে আসতেই আলভেসকে ফেরানোর চাওয়া ছিল জাভিরই। ফ্রি এজেন্ট হিসেবে এই ব্রাজিলিয়ান রাইটব্যাককে আবার চুক্তিবদ্ধ করেছে বার্সা। বিবৃতিতে কাতালান ক্লাবটি জানায়, এফসি বার্সেলোনা ও দানি আলভেস চলতি মৌসুমের বাকি সময়ের জন্য নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছে। এই ব্রাজিলিয়ান আগামী সপ্তাহেই অনুশীলনে যোগ দেবেন। তবে জানুয়ারির আগে মাঠে নামতে পারবেন না। 

২০০৮ সালে সেভিয়া থেকে প্রথম বার্সাতে এসেছিলেন আলভেস। কাতালান ক্লাবটির হয়ে খেলেছেন টানা আট বছর। শিরোপা জিতেছেন ২৩টি। শোনা যায়, সাবেক ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে বনিবনা না হওয়ায় ২০১৬ সালে বার্সা ছেড়ে জুভেন্টাসে নাম লেখান আলভেস। সর্বশেষ স্বদেশি ক্লাব সাও পাওলোতে খেলেছিলেন তিনি। তবে বেতন নিয়ে ঝামেলা হওয়ায় গত সেপ্টেম্বরে চুক্তি বাতিল করেন। 

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী