হোম > খেলা > ফুটবল

‘এ কারণেই আমরা বিশ্বচ্যাম্পিয়ন’

সবশেষ মৌসুমে ম্যানচেস্টার সিটিকে ‘ট্রেবল’ জিতিয়েছেন পেপ গার্দিওলা। শুধু ট্রেবল নয়, পরে আরও যা যা জেতা সম্ভব তার সবকিছুই এনে দিয়েছেন তিনি। কিন্তু নতুন মৌসুমে সেই সব ট্রফি ধরে রাখতে গিয়ে ভালোই চ্যালেঞ্জের মুখে পড়েছেন সিটি কোচ।

অন্য টুর্নামেন্টে এখন পর্যন্ত চ্যালেঞ্জের মুখে না পড়লেও প্রিমিয়ার লিগে পড়েছেন। সেটিও বেশ ভালোই। গতবারের লিগ চ্যাম্পিয়নরা এবার অর্ধেকের বেশি ম্যাচ শেষে চারে অবস্থান করছে। সেটিও গতকাল এভারটনের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর। অন্যথায় তালিকার ছয়ে থাকতে হতো তাদের।

সর্বশেষ লিগে ছয় ম্যাচ খেলে একটি মাত্র জয় পেয়েছে ম্যানসিটি। হারও অবশ্য একটি। কিন্তু বাকি ম্যাচ ড্র করায় শিরোপা ধরে রাখার মিশন থেকে অনেকটা পিছিয়ে পড়েছে তারা। ১৮ ম্যাচে তাদের ৩৭ পয়েন্টের বিপরীতে ৪২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে লিভারপুল। অবশ্য চূড়ায় থাকা দলটি একটি ম্যাচ বেশি খেলেছে।

লিগে জয়ের ধারা অব্যাহত রাখতে না পারায় এভারটনের মতো বড় দলের বিপক্ষে জয়কে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন গার্দিওলা। ঘুরে দাঁড়ানোর পর তাই হুংকার ছেড়েছেন তিনি। ম্যাচ শেষে অ্যামাজন প্রাইমকে সিটিজেন কোচ বলেছেন, ‘এ কারণেই আমরা বিশ্বচ্যাম্পিয়ন, বিশ্বের সেরা দল। এখন থেকে প্রতিদিন মনে করিয়ে দিতে চাই। আমানদের মান ধরে রাখতে হবে।’

গতকাল এভারটনের মাঠে ৩-১ গোলের জয়ের ম্যাচে একটি করে গোল করেছেন ফিল ফোডেন, হুলিয়ান আলভারেজ ও বার্নাদো সিলভা। জয়ের আগে অবশ্য ২৯ মিনিটে ম্যাচে পিছিয়ে পড়েছিল সিটি। এভারটনকে লিড এনে দিয়েছিলেন জ্যাক হ্যারিসন। 

এই জয়ে এভারটনের কোচ শন ডাইচের বিপক্ষে সর্বোচ্চ ম্যাচ জেতা কোচও এখন গার্দিওলা। সব মিলিয়ে মুখোমুখি ১৭ ম্যাচের ১৬টিতেই জয় পেয়েছেন ৫২ বছর বয়সী স্প্যানিশ কোচ। অন্যটি ড্র হয়েছে। সঙ্গে গোলের অর্ধশতও পূরণ করেছেন। ডাইচের ৬ গোলের বিপরীতে ৫২ গোল দিয়েছেন গার্দিওলার শিষ্যরা।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার