হোম > খেলা > ফুটবল

যে কারণে পিএসজিতে ১০ নম্বর জার্সি নেননি মেসি

আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন লিওনেল মেসি। পরতেন সাবেক ক্লাব বার্সেলোনাতে থাকার সময়েও। তবে পিএসজিতে আর্জেন্টাইন অধিনায়কের গায়ে উঠেছে ৩০ নম্বর জার্সি। ফরাসি ক্লাবটিতে ‘বিখ্যাত’ ১০ নম্বর জার্সি না পরার কারণ জানিয়েছেন মেসি। 

পিএসজিতে ১০ নম্বর পরেন নেইমার। বন্ধু এবং প্রিয় সতীর্থ নেইমার অবশ্য মেসিকে ১০ নম্বর জার্সি দিতে চেয়েছিলেন। তবে সেটা গ্রহণ করেননি মেসি। গত সোমবার রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জেতেন আর্জেন্টাইন অধিনায়ক। সেখানে দীর্ঘ সাক্ষাৎকারে মেসি জানান, নেইমারের প্রস্তাব ফিরিয়ে দেন, কারণ জার্সিটি সঠিক ব্যক্তির কাছে আছে বলে মনে করেন তিনি। 

সাবেক ক্লাব বার্সায় দুজনের দারুণ বন্ধুত্বের কথা উল্লেখ করে মেসি বলেন, ‘১০ নম্বর জার্সি তারই (নেইমার) ছিল। আমি এখানে একটি নতুন দলে এসেছি তাদের সাহায্য করার জন্য। আমাকে সে এটা (১০ নম্বর জার্সি) দিতে চেয়েছিল, যা দারুণ একটি ব্যাপার। তবে নেইমারকে ভালোভাবে চিনি আমি এবং সে যে এমন কিছু করবে তা ভেবেছিলামও। আমরা বার্সেলোনায় একসঙ্গে সময় কাটিয়েছি এবং আমরা বন্ধু।’ 

তবে মেসির মনে হয়েছে, ১০ নম্বর জার্সিটি নেইমারের গায়ে থাকাটাই সঠিক। এ জন্য নিজে আরেকটি নম্বর বেছে নেওয়ার কথা জানান মেসি। বার্সার জার্সিতে অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। স্প্যানিশ ক্লাবটির হয়ে দেড় যুগের ক্যারিয়ারে প্রায় সব শিরোপাই জিতেছেন। তবে পিএসজিতে এখনো নিজের সেরা রূপে হাজির হতে পারেননি। সব প্রতিযোগিতা মিলিয়ে ফরাসি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচে চার গোল করেছেন মেসি।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার