হোম > খেলা > ফুটবল

বসুন্ধরার মাঠে খেলতে চায় না মোহামেডান

আজকের পত্রিকা ডেস্ক­

বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় খেলতে চায় না মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের বরাবর লেখা এক চিঠিতে এমনটাই জানিয়েছে দর্শকনন্দিত ক্লাবটি।

সূত্রের খবর, মোহামেডানের এই চিঠি বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সভায় আলোচনা হবে। তারা কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়।

গত শুক্রবার চ্যালেঞ্জ কাপে মোহামেডানের কোচ আলফাজ আহমেদ ম্যাচ হারের জন্য সমর্থকদের ছোড়া ধোঁয়াকে দায়ী করেছিলেন। মোহামেডান সেই ঘটনার বিস্তারিত উল্লেখ করে আজ সন্ধ্যায় বাফুফেতে দেওয়া চিঠিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

মোহামেডান ক্লাবের দাবি, বসুন্ধরা কিংসের ৫০/৬০ জন সমর্থকের দল তাদের গোলরক্ষকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও ভুভুজেলার বাঁশিতে বিরক্ত করেছে। কিংসের সমর্থকেরা মোহামেডানের খেলোয়াড়দের ওপর স্মোক ফ্লেয়ার ছুড়ে। এতে বিদেশি রেফারি খেলা স্থগিত করতে বাধ্য হয়।

মোহামেডান ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশিদ স্বাক্ষরিত চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রতিটি ম্যাচেই বসুন্ধরা কিংস এর উগ্র সমর্থক, গোষ্ঠী বিপক্ষ দলের সমর্থকদের উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং মারমুখী আচরণ করে এতে করে বিপক্ষ দলের সমর্থকেরা নিরাপত্তাহীনতায় ভোগে।

নিরাপত্তাহীনতার জন্য মোহামেডান আর কিংস অ্যারেনায় খেলতে চায় না এই বিষয়টিও চিঠিতে উল্লেখ রয়েছে।

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের