হোম > খেলা > ফুটবল

নিজের নগ্ন ছবি পোস্ট করে বিব্রতকর পরিস্থিতিতে মেসির এই সতীর্থ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলে নিজের নগ্ন ছবি পোস্ট করে বিব্রতকর অবস্থায় পড়েছেন আতালান্তার আর্জেন্টাইন গোলরক্ষক হুয়ান মুসো। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন মুসো। কিন্তু অন্যদিকে থাকা আয়নায় যে তাঁর নগ্ন ছবি দেখা যাচ্ছে, পোস্ট করার আগ পর্যন্ত সেটি খেয়ালই করেননি এই গোলরক্ষক। মুহূর্তের মধ্যে তাঁর এই ছবি ট্রলের বিষয়ে পরিণত হয়।

তবে বিব্রতকর এ ঘটনার সূত্রপাত হয় বেশ আনন্দময় এক ঘটনা দিয়ে। জাতীয় দলের দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পর মুসো দেখেন তাঁর প্রেমিকা হৃদয় আকৃতির বেলুন দিয়ে পুরো ঘর সাজিয়ে রেখেছেন। প্রেমিকাকে ধন্যবাদ দিতেই মূলত ছবি তোলেন উচ্ছ্বসিত মুসো। কিন্তু ঘরের কোনায় থাকা আয়নায় যে তাঁর নগ্ন ছবি দেখা যাচ্ছিল, সেটি বুঝতেই পারেননি লিওনেল মেসির এই সতীর্থ। 

পোস্ট করার পর মুসো নিজের ভুল বুঝতে পারার আগে হাজারো মানুষের চোখে পড়ে এই ছবি। তবে ভুল বুঝতে পেরে দ্রুত ছবি সরিয়ে দেন এই গোলরক্ষক। এরপর জামা-কাপড় পরে আরেকটি নতুন ছবিও পোস্ট করেন তিনি। যার ক্যাপশনে লেখেন, ‘সঠিক ছবিটি’। 

এরপর মুসোর পোস্ট করা নতুন ছবিটি শেয়ার করেন তাঁর প্রেমিকা, যেখানে মুসোকে ফিরতি ভালোবাসার কথা জানান তিনি। আতালান্তা ও আর্জেন্টিনার হয়ে গোলকিপিং করে খুব বেশি খ্যাতি না পেলেও এই এক ভুল এখন তাঁকে রাতারাতি সংবাদের শিরোনামে পরিণত করেছে।

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এক মাসে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন

সালাহকে কাঁদিয়ে ফাইনালে মানের সেনেগাল

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ লিগে যাত্রাবাড়ী

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ