হোম > খেলা > ফুটবল

ফুটবলে আবারও নিষিদ্ধ পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তান ফুটবল দল। ছবি : পিএফএফ

আরও একবার ফিফার নিষেধাজ্ঞা খড়্গে পড়ল পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

মূলত পিএফএফের গঠনতন্ত্রে কিছু সংশোধন আনার সুপারিশ করা হয় ফিফার পক্ষ থেকে। যা সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের ক্ষেত্রে সহায়তা করবে। কিন্তু পিএফএফ তা মানতে অস্বীকৃতি জানায়। যার ফলে, ফিফাও কঠোর অবস্থানে যেতে কোনো ধরনের কার্পণ্য বোধ করেনি।

বিবৃতিতে ফিফা জানায়, ‘ফিফা ও এএফসি কর্তৃক প্রেরিত গঠনতন্ত্র পিএফএফ কংগ্রেস মেনে নিলেই কেবল এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে।’

পিএফএফ নরমালাইজেশন কমিটির চেয়ারম্যান হারুন মালিক অবশ্য আগেই আভাস দিয়েছিলেন নিষেধাজ্ঞার। তিনি বলেন, ‘পিএফএফের গঠনতন্ত্রকে আন্তর্জাতিক মানের করে তুলতে ফিফা কিছু সংশোধনী আনতে চায়। তবে নতুন নির্বাচিত পিএফএফের বেশিরভাগ সদস্যই সেই প্রস্তাবে রাজি হয়নি।’

নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না পাকিস্তান। এর আগে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ২০২১ সালে নিষিদ্ধ হয়েছিল তারা। ফেডারেশনের পুরো নিয়ন্ত্রণ নরমালাইজেশন কমিটির হাতে চলে যাওয়ার পর ২০২২ সালের জুনে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা।

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে