বিশ্বের যেকোনো দলে লিওনেল মেসির জায়গা অবধারিত। অথচ সেই মেসিকে বাইরে রেখেই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। মেসির বাদ পড়ার কারণ অবশ্য বিশেষ কিছু না, করোনা থেকে পুরোপুরি সেরে ওঠা এবং ফিটনেস ফিরে পেতে সময় দিতেই বাইরে রাখা হয়েছে আর্জেন্টাইন মহাতারকাকে।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার পরের দুই ম্যাচ চিলি ও কলম্বিয়ার বিপক্ষে। ২৭ জানুয়ারি চিলির বিপক্ষে এবং ১ ফেব্রুয়ারি কলম্বিয়ার বিপক্ষে খেলবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইতিমধ্যে লাতিন পরাশক্তি আর্জেন্টিনা অবশ্য বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করে ফেলেছে। এমন অবস্থায় মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চান না আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। মেসিকে তাই বাইরে রেখেই ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন তিনি।
এর আগে আর্জেন্টিনায় বড়দিন উদ্যাপন করতে এসে করোনায় আক্রান্ত হন মেসি। এরপর আর মাঠে নামা হয়নি তাঁর। মেসি পিএসজির হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২২ ডিসেম্বর। করোনা নেগেটিভ হয়ে ফিরে যান ৫ জানুয়ারি।
কদিন আগে মেসি এক ইনস্টাগ্রাম পোস্টে জানান, তিনি যতটা ভেবেছিলেন, সেরে উঠতে তার চেয়ে বেশি সময় লাগছে। করোনায় আক্রান্ত হওয়ার আগে মেসি অবশ্য চোটেও পড়েছিলেন। নভেম্বরে মেসিকে আর্জেন্টিনা দলে রাখায় স্কালোনির সমালোচনা করেছিলেন পিএসজির স্পোটিং ডিরেক্টর লিওনার্দো।