হোম > খেলা > ফুটবল

মেসিদের সঙ্গে কাতার বিশ্বকাপে যাচ্ছেন আগুয়েরো! 

হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় বাধ্য হয়ে ফুটবলকে বিদায় জানাতে হয়েছে সার্জিও আগুয়েরোকে। তবে মাঠের খেলাকে বিদায় জানালেও, ফুটবল থেকে দূরে থাকতে চান না এই ম্যানচেস্টার সিটি কিংবদন্তি। কাতার বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে থাকতে চান আগুয়েরো। 

লিওনেল মেসিদের সঙ্গে কাতারে যেতে চাওয়ার কথা সংবাদমাধ্যমকে আগুয়েরো নিজেই নিশ্চিত করেছেন। এক সাক্ষাৎকারে আগুয়েরো বলেন, ‘আমি কাতার বিশ্বকাপে যাচ্ছি। এই সপ্তাহে আমরা এক সঙ্গে বসব। আমি সেখানে থাকতে চাই। আমার ভাবনা হচ্ছে কোচিং স্টাফের সঙ্গে থাকা। আমি স্কালোনি (কোচ) ও তাপিয়ার (সভাপতি) সঙ্গে কথা বলেছি।’ 

২০২১ সালে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিততে সহায়তা করেছেন আগুয়েরো। এখন অপেক্ষায় আছেন স্কালোনির কাছ থেকে কাতারে যাওয়ার ডাক পাওয়ার। আগুয়েরো চান যেকোনোভাবে দেশের জন্য অবদান রাখতে। খেলোয়াড় হিসেবে না পারলে সাইড লাইন থেকে হলেও কিছু করতে চান আগুয়েরো। এখন কোচের কাছ থেকে ডাকের অপেক্ষায় আছেন তিনি। 

তবে দলের জন্য অবদান রাখতে চাইলেও, কদিন আগে আগুয়েরো বলেছিলেন, তাঁর হৃদ্‌যন্ত্র ঠিকঠাক কাজ করছে না। এমনকি সামনের দিনগুলোতে আর দৌড়াতে পারবেন কি না তাও সংশয় প্রকাশ করেন তিনি।

ব্রাজিলের ক্লাবের কাছে পাত্তাই পেলেন না বীতশোক-কাসপাররা

নেপালের ক্লাবের কাছে বিধ্বস্ত নাসরিন

বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত মেসির ওপর ছেড়ে দিলেন স্কালোনি

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ