হোম > খেলা > ফুটবল

সেই ‘শত্রু’ রামোসই হবেন এখন মেসির বন্ধু 

কয়েক মৌসুম আগেও রিয়াল মাদ্রিদ–বার্সেলোনার এল ক্লাসিকো মানেই ছিল উত্তেজনা ও রোমাঞ্চ। সেখানে ব্যক্তিগত দ্বৈরথ শুধু লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে সীমাবদ্ধ থাকত না। প্রতিদ্বন্দ্বিতা জমে উঠত মেসি ও সার্জিও রামোসের মধ্যেও। কিন্তু দিন বদলে গেছে। প্রতিদ্বন্দ্বিতা ভুলে মেসি ও রামোস এখন খেলবেন একই দলে। সাবেক রিয়াল ও বার্সা অধিনায়ক যে নতুন মৌসুমে নাম যোগ দিয়েছেন পিএসজিতে।

প্রায় দুই দশক ধরে একে অপরের বিপক্ষে খেলেছেন মেসি-রামোস। ন্যু ক্যাম্প কিংবা সান্তিয়াগো বার্নাবুতে মেসির কতশত আক্রমণে রামোস দেয়াল হয়ে দাঁড়িয়েছেন সেই হিসেব মেলানো কঠিন। আবার রামোসকে পরাস্ত করে মেসি গোলও করেছেন অনেক। এর শুরুটা হয়েছিল রামোস ২০০৫ সালে রিয়ালে আসার পর। এরপর রামোস রিয়ালে কাটিয়েছেন ১৬ বছর আর মেসি তো সেই ২০০০ সাল থেকেই ছিলেন বার্সেলোনার ঘরের ছেলে।

দীর্ঘ এই ক্লাব ক্যারিয়ারে মেসি-রামোস দুজনই নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এবার এ দুজন পিএসজিকে সাফল্য এনে দিতে লড়বেন একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে। মেসি তাঁর নতুন এই অধ্যায়ে রামোসের সঙ্গে পাবেন আর্জেন্টাইন সতীর্থ আনহেল দি মারিয়া ও লিয়ান্দ্রো পেরেদেসকে। পিএসজির কোচ মরিসিও পচেত্তিনিও তো আর্জেন্টাইন।

তবে সবচেয়ে বেশি চোখ থাকবে পিএসজির মাঝমাঠের দিকে। যেখানে মেসি পাবেন সময়ের দুই সেরা তারকা ফরোয়ার্ড নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে। পিএসজি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তিন ফুটবলের ছবি একসঙ্গে পোস্ট করে নতুন মৌসুমে প্রতিপক্ষদের বোধ হয় একটা বার্তাও দিতে চাইল!

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার