হোম > খেলা > ফুটবল

ব্রাজিলের রুদ্ধশ্বাস জয়ের পর উচ্ছ্বসিত এনড্রিক-মার্তিনেল্লিরা 

কোনো ম্যাচ শেষ মুহূর্তে কতটা রোমাঞ্চকর হতে পারে, সেটা ব্রাজিল-মেক্সিকো ম্যাচ না দেখলে বোঝার উপায় নেই। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি হেসেছে ব্রাজিল। জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির তারকা ফুটবলাররা। 

টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সকালে হয়েছে ব্রাজিল-মেক্সিকো প্রীতি ম্যাচ। এই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র, এনড্রিককে মূল একাদশে খেলাননি ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। তবু মেক্সিকোর ওপর শুরুতে দাপট দেখিয়ে খেলে ব্রাজিল। ৫ ও ৫৪ মিনিটে আন্দ্রেস পেরেইরা ও মার্তিনেল্লির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা। ৬১ মিনিটে পেরেইরা-মার্তিনেল্লিসহ ইভানিলসন তিন ফুটবলারকে বদলি করা হয়। তখন মাঠে নামানো হয় এনড্রিককে।

৭৩ মিনিটে হুলিয়ান কুইনোনসের গোলে ব্যবধান কমায় মেক্সিকো। ম্যাচে যখন ২-১ ব্যবধানে ব্রাজিলের জয় সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখন নাটকীয়তা জমে ওঠে। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে গুইলার্মো মার্তিনেজ আয়ালার গোলে সমতায় ফেরে মেক্সিকো। ষষ্ঠ মিনিটে এনড্রিকের গোলটাই হয়ে যায় ব্রাজিলের জয়সূচক গোল। ৩-২ গোলে জয়ের পর মার্তিনেল্লি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করেন। ব্রাজিলের ২২ বছর বয়সী তরুণ ফুটবলার লেখেন, ‘এই শার্টটি পরে সব সময় গর্ব অনুভব করি।’ 

গ্যাব্রিয়েল মাগালহেইসকে আজ বেঞ্চে বসিয়ে রাখেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। মার্তিনেল্লির প্রশংসা করে মাগালহেইস বলেন, ‘তুমি বেশ সাহসী।’ শেষ মুহূর্তের গোলে যে এনড্রিক ব্রাজিলকে জিতিয়েছেন, তার মুখেও মার্তিনেল্লিকে নিয়ে প্রশংসা, ‘আপনি দারুণ খেলেছেন।’ 

২০২৪ কোপা আমেরিকায় ‘ডি’ গ্রুপে ব্রাজিল পড়েছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা। ২৫ জুন বাংলাদেশ সময় ভোরে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা টুর্নামেন্ট শুরুর আগে আরও একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। অরলান্ডোর ক্যাম্পিং বোল্ড স্টেডিয়ামে ১৩ জুন বাংলাদেশ সময় মধ্যরাতে ব্রাজিলের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার