হোম > খেলা > ফুটবল

জিতলেও দুশ্চিন্তা যাচ্ছে না গ্রিজমানের

প্রথমার্ধে ২ গোলে এগিয়ে গেলেও কষ্টার্জিত জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ, যার কারণে দুশ্চিন্তাটা যাচ্ছে না আঁতোয়ান গ্রিজমানের। আতলেতিকোর ফরাসি ফরোয়ার্ড মনে করেন, ফিরতি লেগে ডর্টমুন্ডে ভুগতে হবে তাদের। 

গত রাতে নিজেদের মাঠ মেত্রোপোলিতানোয় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আতলেতিকো। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই ঘরের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান রদ্রিগো দি পল। ৩২ মিনিটে আতলেতিকোর ব্যবধান দ্বিগুণ করেন স্যামুয়েল লিনো। 

৮১ মিনিটে একটি গোল শোধ দিয়ে ডর্টমুন্ডকে ম্যাচে ফেরানোর আভাস দেন সেবাস্তিয়ান হলার। তবে বাকি সময় আতলেতিকোর রক্ষণদুর্গে আর ফাটল ধরাতে পারেনি তারা। তবে ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধ থেকে একের পর এক আক্রমণ করেছে ডর্টমুন্ড। 

আর এমন ভয়ংকর ‘জার্মান মেশিন’ দেখেই ভয় পাচ্ছেন গ্রিজমান। এ কারণেই আগামী সপ্তাহের ফিরতি লেগ নিয়ে অগ্রিম সাবধানবাণী তাঁর। গতকাল ম্যাচ শেষে গ্রিজি মুভিস্টারকে বলেছেন, ‘দ্বিতীয়ার্ধে ওদের বল ছিল এবং আমাদের পেছনে ঠেলছিল। আমরা বেশ ভুগেছি।’ 

গ্রিজমান সাবধানবাণী দিয়ে আরও বলেছেন, ‘আমাদের সেখানে (ডর্টমুন্ডের মাঠে) ভুগতে হবে। আমরা সেখানে খেলতে যাব এবং জিতব। সেমিফাইনালে যাওয়ার মান আমাদের আছে।’ 

আগামী ১৬ এপ্রিল জার্মানি সফরে ফিরতি লেগে ড্র করলেই শেষ চার নিশ্চিত আতলেতিকোর। ডর্টমুন্ডকে অবশ্য জিততেই হবে।

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ