হোম > খেলা > ফুটবল

মাঠে না থেকেও ছিলেন এরিকসেন

ঢাকা: ক্রিস্টিয়ান এরিকসেন এখনো হাসপাতালে। তবে কাল তাঁর দল ডেনমার্ককে ঠিকই মাঠে নামতে হয়েছিল। কোপেনহেগেনে বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল ডেনমার্ক। মাঠে না থেকেও ছিলেন এরিকসেন। ম্যাচের দশ মিনিটের সময় এরিকসেনের সুস্থতা কামনায় দুই দলের খেলোয়াড়েরা কিছুক্ষণ খেলা বন্ধ রেখেছিলেন।

কোপেনহেগেনে ১২ জুন ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে হঠাৎ মাঠে অজ্ঞান হয়ে পড়েছিলেন এরিকসেন। কিছুটা সুস্থ হলেও এখনো হাসপাতালেই আছেন এই ডেনমার্ক মিডফিল্ডার। কাল বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে তাই এরিকসেনের দ্রুত সুস্থতা কামনায় কছুক্ষণ ম্যাচ বন্ধ রাখার কথা আগেই জানানো হয়। এরিকসেনের জার্সি নম্বরের সঙ্গে মিল রেখে রেফারি জর্ন কুইপার ম্যাচের ১০ মিনিটের মাথায় খেলা বন্ধ করেন। দুই দলের খেলোয়াড়েরা এরিকসেনের দশ নম্বর জার্সি সামনে রেখে তাঁকে মনে করেছিলেন।

প্রথমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয়েছে ডেনমার্ককে। হারলেও দারুণ একটা ম্যাচই উপহার দিয়েছেন ড্যানিশরা। ম্যাচ শেষে কোচ কাসপার হুলমান্দ বলেছেন, ‘আমরা বুঝতে পারছি এখন তোমার (এরিকসেন) কঠিন সময় যাচ্ছে। আমাদের খেলা এখনো শেষ হয়নি। তুমি সুস্থ হয়ে মাঠে এসো। আমাদের এখনো রাশিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা আছে।’

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর