হোম > খেলা > ফুটবল

বরখাস্ত টেন হাগ, ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ নিস্টলরয়

ক্রীড়া ডেস্ক    

চাকরি হারালেন টেন হাগ। ছবি: এএফপি

লম্বা সময় ধরে চলা গুঞ্জনই সত্যি হলো। দলের বাজে পারফরম্যান্সের কারণে অবশেষে বরখাস্ত হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ এরিক টেন হাগ। তাঁর পরিবর্তে অলরেডদের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সহকারী কোচ রুড ফন নিস্টলরয়ের কাঁধে।

২০২২ সালে ডাচ ক্লাব আয়াক্স ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন টেন হাগ। কিন্তু ইউনাইটেডকে ফেরাতে পারেননি সাফল্যের ধারায়। ইংলিশ প্রিমিয়ার লিগের এ মৌসুমে আরও খারাপ অবস্থা হয়েছে রেড ডেভিলদের। গতকাল রাতেও ওয়েস্ট হামের তাদের মাঠে বিপক্ষে ২-১ গোলে হেরেছে ইউনাইটেড।

সেই হারের ক্ষত তরতাজা থাকতেই চাকরিচ্যুত হলেন টেন হাগ। লিগে এ মৌসুমের প্রথম ৯ ম্যাচে ইউনাইটেডের জয় মাত্র তিনটি। ১১ পয়েন্ট নিয়ে আছে ১৪ তম স্থানে। তার আগে গত সপ্তাহে ইউরোপা লিগ খেলতে তুরস্ক সফরে গিয়ে হোসে মরিনহোর ফেনেরবাচের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। টুর্নামেন্টের ৩৬ দলের মধ্যে ইউনাইটেডের অবস্থান ২১ তম স্থানে।

এ মৌসুমের শুরু থেকে দলের বাজে পারফরম্যান্সের কারণে টেন হাগ বরখাস্ত হতে পারেন, এমন গুঞ্জন চলছিল। আজ সেটিই সত্যি হলো। টেন হাগের পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রেড ডেভিলদের সামলাবেন দলটির সাবেক স্ট্রাইকার নিস্টলরয়। টেন হাগের মতো তিনি ডাচ। গত মৌসুমে টেন হাগের সহকারী হয়ে ম্যানচেস্টারে ফেরেন নিস্টলরয়। আজ তাঁর হাতে রেড ডেভিলদের দায়িত্ব দেওয়া নিয়ে ইউনাইটেডের বিবৃতি, ‘স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত’ নিস্টলরয় দায়িত্বে থাকবেন।

গত মে মাসে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ জেতার পর ইউনাইটেডের সঙ্গে ১ বছরের চুক্তি বাড়িয়েছিলেন টেন হাগ। কিন্তু সেই চুক্তির তিন মাস যেতে না যেতেই হারাতে হলো চাকরি। ২০১৩ সালে কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নেওয়ার পর এখন ষষ্ঠ কোচের খোঁজ করতে হচ্ছে ইউনাইটেডকে।

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক