হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের প্রথম ম্যাচে নারী ভক্ত-সমর্থকদের জন্য যে ‘সুসংবাদ’

বিশ্বকাপের প্রথম ম্যাচ বলে কথা। এই ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই থাকে ভক্ত-সমর্থকদের আগ্রহ, যেখানে ঘণ্টাখানেক পরেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। এই ম্যাচের আগে ‘সুসংবাদ’ পেয়েছেন কয়েক হাজার নারী ভক্ত-সমর্থক।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার, যার মধ্যে আহমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে ৩০ থেকে ৪০ হাজার নারীর জন্য ফ্রিতে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের সূত্রে তা জানা গেছে। একই সঙ্গে তাঁদের চা ও খাবারের জন্য দুটি করে কুপন দেওয়া হবে।

বিজেপির আহমেদাবাদের বোদাকেভ এলাকার সহসভাপতি ললিত ওয়াধাওয়ান জানিয়েছেন, গত মাসে নারীদের জন্য রিজার্ভেশন বিল পাস হওয়ার অনুপ্রেরণা থেকে তিনি এমন পরিকল্পনা করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, ‘আহমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে ৩০ থেকে ৪০ হাজার নারী আগামীকাল (আজ) খেলা দেখবেন। আমাদের স্বেচ্ছাসেবীরা নাম সংগ্রহ করে আজ (গতকাল) তাদের টিকিট দিয়েছে। আমরা ওপর থেকে টিকিটগুলো পেয়েছি। নারীদের ৩৩ শতাংশ রিজার্ভেশন বিল পাস হয়েছে। স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া এসব নারীর হাতে চা, নাশতার কুপন দেওয়া হবে।’

গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘সাধারণত স্কুলপড়ুয়ারা এখানে খেলা দেখতে আসে। তাতে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পার্থক্য হচ্ছে, তাদের পরিবর্তে খেলা দেখবেন নারীরা।’

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই গতকাল হয়েছে বিশ্বকাপের আগে অধিনায়ক দিবস। এই মাঠেই ১৪ অক্টোবর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালও হবে এই স্টেডিয়ামে।

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান