হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের শুরুর হাসি ধরে রাখতে দেয়নি পাকিস্তান

এক দিন বিরতির পর রাওয়ালপিন্ডিতে আজ শুরু হলো বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। সিরিজে টিকে থাকার লক্ষ্যে এই টেস্ট জয়ের বিকল্প নেই পাকিস্তানের। শুরুতে হোঁচট খেলেও সেখান থেকে ঘুরে দাঁড়াচ্ছে স্বাগতিকেরা। 

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে এক পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। শরীফুল ইসলামের জায়গায় এসেছেন তাসকিন আহমেদ। ১৪ মাস পর টেস্ট খেলতে এসে তাসকিন পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে দেন শূন্য রানেই। সেখান থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে পাকিস্তান গেল ১ উইকেটে ৯৯ রান নিয়ে। স্বাগতিকদের রানরেট ৩.৯৬। 

ইনিংসের প্রথম ওভারেই তাসকিন ধাক্কা দেন পাকিস্তানকে। বাংলাদেশের এই পেসার আব্দুল্লাহ শফিকের সঙ্গে ‘মনস্তাত্ত্বিক খেলা’ খেলতে থাকেন। ইনিংসের ষষ্ঠ বলে শফিককে অসাধারণ এক ইনসুইঙ্গারে বোল্ড করেন তাসকিন। ৬ বল খেলেও কোনো রান করতে পারেননি শফিক। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তিনি এসে হাল ধরেন আরেক ওপেনার সাইম আইয়ুবের সঙ্গে। 

আইয়ুব প্রথাগত টেস্ট মেজাজে খেললেও মাসুদের খেলার ধরন ছিল ভিন্ন। আক্রমণাত্মক ও রক্ষণাত্মকের মিশেলে ব্যাটিং করছেন মাসুদ। ৫৪ বলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দশম ফিফটি। ২৫ ওভারে ১ উইকেটে ৯৯ রান করে পাকিস্তান যখন প্রথম সেশনের খেলা শেষ করল, সেখানে মাসুদের রান ৫৩। ৬২ বলের ইনিংসে মেরেছেন ২ চার। বোঝাই যাচ্ছে রান করতে কতটা পরিশ্রম করছেন তিনি। আরেক ব্যাটার সাইম ৮৩ বলে ৪৩ রানে ব্যাটিং করছেন। ৩ চার ও ২ ছক্কা মেরেছেন। দ্বিতীয় উইকেটে এরই মধ্যে ৯৯ রানের জুটি গড়েছেন মাসুদ ও আইয়ুব।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড