হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টির বাধায় খেলা বন্ধ

পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনেই বৃষ্টি বাগড়া দিয়েছে। দিনের দ্বিতীয় সেশনের ১১ ওভার খেলা শেষ হতেই অঝোরে বৃষ্টি নেমেছে। উইকেট দ্রুত কাভার দিয়ে ঢেকে ফেলা হয়েছে। বৃষ্টির আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ১৫৬। 

পেসার খালেদ আহমেদের সঙ্গে এক প্রান্ত থেকে বোলিং শুরু করেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পেতে পারতেন খালেদ। কিন্তু বাংলাদেশ অধিনায়কের  রিভিউ নেওয়ার দুর্বলতার কারণে উইকেট বঞ্চিত হতে হয়েছে খালেদকে। ৪ রানে ‘জীবন’ পাওয়া এই প্রোটিয়া ওপেনার সারেল এরউইন পরে আউট হন ২৪ রান করে। ফিরিয়েছেন সেই খালেদই। 

সারেল আউট হওয়ার আগে উদ্বোধনী জুটি থেকে ৫২ রান তুলে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। সঙ্গী হারালেও অন্য প্রান্তে অনেকটা ওয়ানডে গতিতে রান করেছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। প্রথম টেস্টের দুই ইনিংসে ফিফটি করা এলগার এই ইনিংসেও ফিফটি ছুঁয়েছেন। তবে বেশি দূর এগোতে পারেননি। ৭০ রানে তাইজুল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত কেগান পিটারসেন ৫২ ও টেম্বা বাভুমা ৯ রানে অপরাজিত আছেন।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ