হোম > খেলা > ক্রিকেট

৩৯২ রান করে নতুন রেকর্ড গড়ল মোহামেডান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রেকর্ড তো গড়া হয় রেকর্ড ভাঙার জন্য। মোহামেডান স্পোর্টিং ক্লাব আজ ৩৯২ রান করে ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগে রানের পাহাড় গড়েছে। তাদের নাম উঠেছে রেকর্ড বইয়ে। 

নারী ডিপিএলে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে মোহামেডান ও গুলশান ইয়ুথ ক্লাব নারী ক্রিকেট দল। গুলশানের বিপক্ষে রেকর্ডটা করল মোহামেডান। মেয়েদের ডিপিএলে এর আগে সর্বোচ্চ ৩২১ রানের রেকর্ডটি ছিল বিকেএসপির। ২০২২-২৩ মৌসুমে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে ৩২১ রান করেছিল বিকেএসপি। 

গুলশানের বিপক্ষে আজ টস জিতে ব্যাটিং নিয়েছেন মোহামেডান অধিনায়ক সালমা খাতুন। উদ্বোধনী জুটিতে ১৩৫ রান যোগ করেন জেসিয়া আকতার ও মুর্শিদা খাতুন। জেসিয়াকে ফিরিয়ে জুটি ভাঙেন ফারিয়া আকতার। ৪১ বলে ১১ চার ও ৫ ছক্কায় ৭৫ রান করেন জেসিয়া। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সোবহানা মোস্তারি। দ্বিতীয় উইকেটে ২৫৭ রানের জুটি গড়েন জেসিয়া ও সোবহানা। দুই ব্যাটারই সেঞ্চুরির দেখা পেয়েছেন। শেষ ওভারের পঞ্চম বলে মোস্তারিকে ফিরিয়ে জুটি ভাঙেন ফারিয়া। ১০১ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১২৮ রান করেন মোস্তারি। ইনিংসের শেষ বলে ফারিয়া তুলে নেন আয়েশা রহমানের উইকেট। ৫০ ওভারে ৩ উইকেটে ৩৯২ রানে শেষ করে মোহামেডান। ইনিংস সর্বোচ্চ ১৭৯ রান করে অপরাজিত থাকেন মুর্শিদা। মোহামেডান ওপেনার ১৫৭ বলের ইনিংসে মেরেছেন ২৩ চার ও ২ ছক্কা।

৩৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গুলশান ইয়ুথ। ৩৩.৪ ওভারে দলটির স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৭৪ রান। 
অষ্টম উইকেটে সানজিদা আশা ও সুরায়া আজমিমের ৪৭ রানের জুটি গড়লেও বড় হারের মুখ থেকে গুলশানকে বাঁচাতে পারেনি। ৪৯.৪ ওভারে ১৪১ 
রানে অলআউট হয়ে যায় দলটি। ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন আশা। মোহামেডান পায় ২৫১ রানের বিশাল জয়। সেরা বোলার রুমানা আহমেদ ১০ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ৬ ওভার মেডেনও দিয়েছেন।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড