গতকাল আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের বাকি দুই ম্যাচ আনুষ্ঠানিকতা বানিয়ে দিয়েছে পাকিস্তান। যার প্রথমটিতে আজ আফগানদের মুখোমুখি ভারত। সুপার ফোরে আগের দুই ম্যাচই হেরেছে তারা। দুটিতেই টস হেরে ব্যাটিং করতে হয় ভারতকে। আজ টানা তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নামবে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা।
টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়া নামছে ভারত। ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। রোহিত ছাড়াও আজ একাদশে নেই লেগ স্পিনার যুজবেন্দ্র চাহার ও হার্দিক পান্ডিয়া। সেরা একাদশে সুযোগ পেয়েছেন রাহুল চাহার, দিনেশ কার্তিক ও অক্ষর প্যাটেল।
তবে শেষ ম্যাচে একাদশে কোনো পরিবর্তন ছাড়াই নামছে আফগানিস্তান। গতকাল পাকিস্তান ম্যাচের একই একাদশ নিয়ে নামছে তারা। দুই দলই প্রথম ম্যাচ হেরে ফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে।