হোম > খেলা > ক্রিকেট

নিয়মিত ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সফর না হওয়ায় হতাশ তামিম

একটা সময় বাংলাদেশের সঙ্গে বড় দলগুলো সিরিজ খেলতো কালে-ভদ্রে। আইসিসির টুর্নামেন্ট ছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারতের মতো দলগুলোর বিপক্ষে মুখোমুখি হওয়ার সুযোগ বাংলাদেশ পেত না বললেই চলে। 

তবে এখন সময় পাল্টেছে। নিজেদের মাঠে ওয়ানডেতে বাংলাদেশ এখন পরাশক্তি। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে সাকিব আল হাসানরা। সেই আনন্দের রেশ না কাটতেই ১৮ মার্চ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু করছে বাংলাদেশ। তবে নিয়মিত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে যেতে না পেরে হতাশ তামিম ইকবাল। 

গত ১৩ বছর ইংল্যান্ডে বাংলাদেশের কোনো দ্বি-পক্ষীয় সিরিজ খেলতে না পারার আক্ষেপ ঝরেছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের মুখে। নিয়মিত ইংল্যান্ড সফর না হওয়ায় হতাশ তামিম বলেছেন, ‘এটা খুবই দুঃখের বিষয় যে, আমরা এত ভালো খেলার পরও আবার ইংল্যান্ড সফরে যেতে পারছি না, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, সেখানে ইংল্যান্ড থেকে বাংলাদেশের দর্শকই বেশি হবে।’ 

 ২০১০ সালে সর্বশেষ ইংল্যান্ড সফরে ২টি টেস্ট এবং ৩ ম্যাচের সিরিজ খেলে বাংলাদেশ। এরপর ইংলিশদের মাঠে আর কোনো দ্বি-পক্ষীয় সিরিজ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফর করে তামিমেরা, যা আরও দূর অতীতের বিষয়। 

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মিররকে তামিম আরও বলেন, ‘আপনি যদি মনে করে দেখেন, ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা ইংল্যান্ডকে দুর্দান্তভাবে হারিয়েছিলাম। আমরা যে সংস্করণেই খেলি না কেন, আমাদের যদি ইংল্যান্ড সফরে ডাকা হয় তাহলে নিশ্চিতভাবেই দর্শকপূর্ণ গ্যালারি দেখা যাবে।’ 

আপাতত ইংল্যান্ড কিংবা বড় কোনো দলের বিপক্ষে সফরে যাওয়া হবে না বাংলাদেশের। ভবিষ্যতে তামিম হয়তো থাকবেন না কিন্তু এই ওপেনারের আক্ষেপ হয়তো ঘুচে যাবে।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল