হোম > খেলা > ক্রিকেট

নিয়মিত ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সফর না হওয়ায় হতাশ তামিম

একটা সময় বাংলাদেশের সঙ্গে বড় দলগুলো সিরিজ খেলতো কালে-ভদ্রে। আইসিসির টুর্নামেন্ট ছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারতের মতো দলগুলোর বিপক্ষে মুখোমুখি হওয়ার সুযোগ বাংলাদেশ পেত না বললেই চলে। 

তবে এখন সময় পাল্টেছে। নিজেদের মাঠে ওয়ানডেতে বাংলাদেশ এখন পরাশক্তি। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে সাকিব আল হাসানরা। সেই আনন্দের রেশ না কাটতেই ১৮ মার্চ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু করছে বাংলাদেশ। তবে নিয়মিত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে যেতে না পেরে হতাশ তামিম ইকবাল। 

গত ১৩ বছর ইংল্যান্ডে বাংলাদেশের কোনো দ্বি-পক্ষীয় সিরিজ খেলতে না পারার আক্ষেপ ঝরেছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের মুখে। নিয়মিত ইংল্যান্ড সফর না হওয়ায় হতাশ তামিম বলেছেন, ‘এটা খুবই দুঃখের বিষয় যে, আমরা এত ভালো খেলার পরও আবার ইংল্যান্ড সফরে যেতে পারছি না, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, সেখানে ইংল্যান্ড থেকে বাংলাদেশের দর্শকই বেশি হবে।’ 

 ২০১০ সালে সর্বশেষ ইংল্যান্ড সফরে ২টি টেস্ট এবং ৩ ম্যাচের সিরিজ খেলে বাংলাদেশ। এরপর ইংলিশদের মাঠে আর কোনো দ্বি-পক্ষীয় সিরিজ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফর করে তামিমেরা, যা আরও দূর অতীতের বিষয়। 

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মিররকে তামিম আরও বলেন, ‘আপনি যদি মনে করে দেখেন, ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা ইংল্যান্ডকে দুর্দান্তভাবে হারিয়েছিলাম। আমরা যে সংস্করণেই খেলি না কেন, আমাদের যদি ইংল্যান্ড সফরে ডাকা হয় তাহলে নিশ্চিতভাবেই দর্শকপূর্ণ গ্যালারি দেখা যাবে।’ 

আপাতত ইংল্যান্ড কিংবা বড় কোনো দলের বিপক্ষে সফরে যাওয়া হবে না বাংলাদেশের। ভবিষ্যতে তামিম হয়তো থাকবেন না কিন্তু এই ওপেনারের আক্ষেপ হয়তো ঘুচে যাবে।

নিলামের আগেই পিএসএল জানাল, খেলবেন মোস্তাফিজ

বিমানবন্দরে জিম্বাবুয়ের তালে তালে নেচেছে বাংলাদেশ

কলকাতা কি মোস্তাফিজকে ক্ষতিপূরণ দেবে

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন হেড

কোনো আলাপ-আলোচনা ছাড়াই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় বোর্ড

দ্রাবিড়কে ছাড়িয়ে সাঙ্গাকারা-শচীনদের তাড়া করছেন স্মিথ

স্টোকসের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটারের ‘ঝগড়া থামাতে’ গেলেন পাকিস্তানি আম্পায়ার

বিপিএলে আতশি কাচে সুজনও

‘বাংলাদেশে মাহমুদউল্লাহর মতো সেরা ফিনিশার আর কেউ নেই’