হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে নিয়ে সতর্ক উইলিয়ামসন

ভারতের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাবর আজমের দল।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি দিয়েই বিশ্বকাপ শুরু করবে নিউজিল্যান্ড। কিউইরা অবশ্য পাকিস্তানের ছন্দে থাকা নিয়ে খুব বেশি ভাবছে না। কেন উইলিয়ামসন জানিয়েছেন, নিজেদের স্বাভাবিক খেলার দিকেই মনোযোগ থাকবে তাঁদের। 

গত মাসে নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। পাকিস্তান তখনই বিশ্বকাপে কিউইদের হারিয়ে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছিল। কাল ভারতের বিপক্ষে ১০ উইকেটের দাপুটে জয়ে দারুণ ছন্দেও আছে বাবররা। 

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের এই ছন্দে থাকা নিয়ে কথা বললেন উইলিয়ামসন। কিউই অধিনায়কের ভাষ্য, ‘পাকিস্তান ভারসাম্যপূর্ণ দল। তারুণ্য আর অভিজ্ঞতার সমন্বয়ে গড়া। মিডল অর্ডারে শোয়েব মালিক-মোহাম্মদ হাফিজের মতো ক্রিকেটার আছে। তারা অনেক অভিজ্ঞ। ওপেনিংয়ে বাবর–রিজওয়ানও দুর্দান্ত। আরব আমিরাতের এই কন্ডিশনটাও পাকিস্তানিদের পরিচিত।’ 

টি-টোয়েন্টিতে পাকিস্তানের রেকর্ডটা বেশ সমৃদ্ধ। এবার জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় দারুণ আত্মবিশ্বাসী তারা। তবে টি-টোয়েন্টি খেলাটা এমন, যেখানে তুলনামূলক কম শক্তিশালী দলও নিজেদের দিনে বড় দলকে হারিয়ে দিতে পারে। উইলিয়ামসন মনে করিয়ে দিলেন সে কথাই, ‘এই সংস্করণে সব দলই জেতার জন্য মাঠে নামে। সব দলই আত্মবিশ্বাসী। টি-টোয়েন্টিতে যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা তাই সেসব না ভেবে নিজেদের খেলার দিকেই মনোযোগ দেব। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে পাকিস্তানকে হারানো সম্ভব।’ 

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ