হোম > খেলা > ক্রিকেট

‘বাদ’ পড়ার আগে কিছু প্রশ্ন ছিল মাহমুদউল্লাহর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একই সঙ্গে এই সংস্করণের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারকে। 

আসন্ন এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন মাস বাকি থাকতে এমন সিদ্ধান্তে কিছু প্রশ্ন করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরে রিয়াদকে প্রশ্নগুলোর ব্যাখ্যা দিয়েছেন বিসিবি কর্তারা। 

আজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে বৈঠকে বসেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক। 

বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সুজন বলেছেন, ‘যেহেতু আমরা টি-টোয়েন্টিতে ভালো করছি না। ভালো করলে বলতাম এটা পরীক্ষা। তাই এমন না, আমরা দেখতে চাইছি নতুন ক্রিকেটাররা কী প্রমাণ করতে পারে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে কি না, টি-টোয়েন্টিতে আমরা যেমন চাই সেটা করতে পারে কি না, তা দেখতে চাই।’ 

দল থেকে বাদ পড়ার আগে কিছু প্রশ্ন ছিল মাহমুদউল্লাহর। সুজন বলছিলেন, ‘আমরা রিয়াদের জন্য অপেক্ষা করছিলাম। ওরা তো আইকন, তাই ওদের একটা সম্মানের ব্যাপার আছে। ওদের জন্য অপেক্ষা করেছি। ওদের সঙ্গে কথা বলেছি। ওদের সঙ্গে কথা বলেই এই সিরিজে নতুন কিছু ক্রিকেটারকে সুযোগ তৈরি করে দেওয়া আরকি। রিয়াদ খুব ইতিবাচকভাবে নিয়েছে জিনিসটা। ওর কিছু প্রশ্ন ছিল, আমরা সেগুলোর উত্তর দিয়েছি। কিন্তু সে বেশ ইতিবাচকভাবে নিয়েছে।’ 

সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি না নিলে অবশ্য তার কাঁধেই উঠত নতুন দায়িত্ব। এই সিরিজে নেতৃত্ব সামলাবেন সোহান। তাঁকে নেতা হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন জালাল, সুজন। 

খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা