প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। শূন্যস্থান কোনো না কোনোভাবে পূরণ হয়েই যায়। খেলাধুলার জগৎ ঠিক তেমনই। কোনো খেলোয়াড় অবসর নিলে একদিন না একদিন তাঁর শূন্যস্থান পূরণ হবেই।
অবসর ভেঙে ফিরে আসার ঘটনাও তেমনি আছে অসংখ্য। এমন ঘটনার সর্বশেষ উদাহরণ তামিম ইকবাল। ৬ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। ঠিক তার পরদিনই (৭ জুলাই) প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। তামিমের আগেও এমনটা করেছেন অনেক ক্রিকেটার।
কেভিন পিটারসেন (ইংল্যান্ড): টেস্টে মনোযোগ দিতেই ২০১১ সালে হঠাৎ করেই সীমিত ওভারের ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন কেভিন পিটারসেন। কয়েক মাস পরে আবার ফিরেছিলেন তিনি।
ব্রেন্ডন টেলর (জিম্বাবুয়ে): ২০১৫ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ব্রেন্ডন টেলর। এরপর ২০১৭ সালে ফিরেছেন। ২০২১-এ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচই জিম্বাবুয়ের এই ক্রিকেটারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।