হোম > খেলা > ক্রিকেট

৬ বছর পর ওয়ানডে সেঞ্চুরি মাহমুদউল্লাহর

আগের দুই ম্যাচে ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছিল। পুনেতে ভারতের বিপক্ষে ৪৬ রানের আগে চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ৪১ রানের ইনিংস। আজ সেই আক্ষেপ দূর হলো মাহমুদউল্লাহ রিয়াদের। 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের বিপর্যের মুখে করলেন অসাধারণ এক সেঞ্চুরি। মাহমুদউল্লাহর ওয়ানডে ক্যারিয়ারের যে তিনটি সেঞ্চুরি, তার শেষটি এসেছিল ২০১৭ সালের জুনে, কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। 

তার আগে ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ। তাঁর চার সেঞ্চুরির সব বিদেশের মাটিতে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান তিনি, এবার বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও হলেন মাহমুদউল্লাহ। 

দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৮৩ রানের লক্ষ্য তাড়া করে যখন ধুঁকছে বাংলাদেশ, সেই কঠিন সময়ে আরেকবার দাঁড়িয়ে যান মাহমুদউল্লাহ। দলীয় ৪২ রানে চতুর্থ উইকেট হিসেবে মুশফিকুর রহিম ফেরার পর মাঠে নামেন এই মিডল অর্ডার ব্যাটার। 

সেঞ্চুরির আগে নতুন এক মাইলফলকে পা রাখেন মাহমুদউল্লাহ। তামিম ইকবালকে টপকে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশিদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে উঠে এলেন তিনি। ২৯ ইনিংসের তামিমের রান ৭১৮ আর ২১ ইনিংসে মাহমুদউল্লার রান ৭৯১*। এই তালিকায় ১২০২ রান নিয়ে সাকিব আল হাসান শীর্ষে। মুশফিকের রান ১০৪২। 

মাহমুদউল্লাহর ১১১ বলে ১১১ রানের ইনিংসটি থামে জেরাল্ড কোয়েটজির বলে, ইনিংসের ৪৬তম ওভারে। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১১ চার ও ৪ ছয়ে।

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ