হোম > খেলা > ক্রিকেট

তামিম আর দুই কার্তিকের সঙ্গে ‘এলিট কোম্পানিতে’ আতহার  

ধারাভাষ্যকারের কাজ করা তামিম ইকবালের জন্য নতুন কিছু নয়। আতহার আলী খানের সঙ্গেই ধারাভাষ্যকক্ষে তামিম বসেছিলেন। সেটা ছিল শুধু বাংলাদেশেই। আতহারের সঙ্গে এবার তামিম ধারাভাষ্য দিচ্ছেন চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে। 

ক্রিকেটার নয়, তামিমকে ভারত সিরিজে দেখা যাবে মাইক্রোফোন হাতে—এমনটা জানা যায় বাংলাদেশ-ভারত সিরিজ শুরুর আগে। সেখানে আজ চেন্নাইয়ে শুরু হওয়া বাংলাদেশ-ভারত প্রথম টেস্টে তামিমকে দেখা যাচ্ছে ‘করপোরেট লুকে’। স্যুট-বুট পরা তামিম ধারাভাষ্য কেমন উপভোগ করছেন সেটা বোঝাতেই সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন আতহার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আতহার লিখেছেন, ‘তামিম ইকবাল, দিনেশ কার্তিক, মুরলি কার্তিকের অভিজাত কোম্পানিতে (ধারাভাষ্য কক্ষে) আমি।’

বাংলাদেশ দল আজ টসের আগে ওয়ার্মআপ করছিল, তখনই দেখা যায় স্যুট-বুট পরা এক ভদ্রলোক এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশের ক্রিকেটারদের সেই ভিড়ে গিয়ে সবার সঙ্গে করমর্দনও করেছেন। কিছুক্ষণ কথা বলেছেন তাসকিন আহমেদের সঙ্গে। ‘করপোরেট লুকের’ সেই লোকটাই ধারাভাষ্যকার তামিম।

সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ তখন ছিলেন ড্রেসিংরুম প্রান্তে। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা বোলিং অনুশীলন করছিলেন প্রেসবক্স প্রান্তে।

তামিম-আতহার যখন চেন্নাইয়ের ধারাভাষ্যকক্ষে, তখন মাঠ কাঁপাচ্ছেন হাসান। চেন্নাইয়ের মেঘলা আবহাওয়ায় সুইংটা দারুণভাবে কাজে লাগাচ্ছেন হাসান। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারত ২৯ ওভারে ৪ উইকেটে করেছে ১০৩ রান। রোহিত শর্মা, শুবমান গিল,বিরাট কোহলি, ঋষভ পন্ত—ভারতের ব্যাটিং লাইনআপের চার ব্যাটারকেই ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন হাসান। যশস্বী জয়সওয়াল ৪৩ রানে অপরাজিত। ১ রানে ব্যাটিং করছেন লোকেশ রাহুল।

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’